Howrah Accident: মেলার প্রস্তুতিতেই অঘটন, ৭০ ফুট উঁচু নাগরদোলা থেকে পড়ে জখম ৪ শ্রমিক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 25, 2022 | 7:26 PM

Howrah: এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৭০ ফুট উঁচু নাগরদোলাটির রোলার লাগানোর কাজ চলছিল।

Howrah Accident: মেলার প্রস্তুতিতেই অঘটন, ৭০ ফুট উঁচু নাগরদোলা থেকে পড়ে জখম ৪ শ্রমিক
নাগরদোলা ভেঙে জখম (নিজস্ব চিত্র)

Follow Us

হাওড়া: আগামী ১ লা তারিখ ছিল মেলা। কিন্তু তার আগেই যত বিপত্তি। মেলার জন্য নাগরদোলা তৈরি করতে গিয়ে পড়ে আহত চার শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রামরাজাতলার নন্দীপাড়ায় শঙ্কর মঠের মাঠে। ওই মাঠেই আগামী ১ মে থেকে শুরু হওয়ার কথা হাওড়া উৎসবের। সেই উৎসব উপলক্ষেই হবে মেলা। আর এই মেলারই প্রস্তুতি হিসেবে চলছিল নাগরদোলা লাগানোর কাজ। আর তা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি।

এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৭০ ফুট উঁচু নাগরদোলাটির রোলার লাগানোর কাজ চলছিল। সেই কারণে নাগরদোলার স্তম্ভের উপরে দাঁড়িয়েছিলেন ২ শ্রমিক। আর মাঠে একটি কপি কলের মতো যন্ত্রের সাহায্যে রোলারটিকে উপরে লাগানোর জন্য তুলছিলেন অপর ২ শ্রমিক। হঠাৎই কপি কলের মতো ওই যন্ত্রটির সঙ্গে উপরে উঠতে থাকা রোলারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই সাংঘাতিক ঝাঁকুনি দেয় নাগরদোলাটি। আর এতেই নাগরদোলার স্তম্ভের উপরে থাকা ২ শ্রমিক সজোরে নিচে পড়েন। আর নিচে থাকা অপর দু’জন শ্রমিকও ছিটকে মাঠের মধ্যে পড়েন। তাঁদের উপরে পড়েন উপর থেকে পড়া অপর দুই শ্রমিক। মাঠের ভিতর আরও লোহার যন্ত্রাংশ থাকায় সেখানে ধাক্কা লেগে চোট পান চার জনই।

এঁদের মধ্যে গুরুতর আহত হন আমানুল্লা লস্কর (২০)। তাঁর বাড়ি বারুইপুরে। আহত অবস্থায় আমানুল্লাকে প্রথমে স্থানীয় একটি নার্সংহোম ও পরে কলকাতার পি জি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সন্ধে পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া বাকি ৩ শ্রমিক রাকেশ লস্কর, নায়েম কাজি ও নায়েম শেখকে ওই বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরই এলাকায় যায় জগাছা থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের পদস্থ এক আধিকারিক জানান, মেলার প্রস্তুতির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আইন না মেনে ওভাবে ওই মাঠে নাগরদোলা তৈরির জন্য একটি মামলা রজু করা হচ্ছে। প্রয়োজনে ঠিকাদার সংস্থা বা মেলার উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

এই প্রসঙ্গে ওই মেলার উদ্যোক্তা তথা হাওড়া উৎসব মেলা কমিটির সম্পাদক সন্তোষ সরকার জানালেন, একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করা ওই ৪ জন শ্রমিক পড়ে যান। সম্ভবত মাথা ঘুরে এক শ্রমিক নিচে পড়ে যান। তাঁরাই স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান ৪ জনকে।

প্রসঙ্গত, মাঝে কোভিডের জন্য দুই বছর বন্ধ থাকলেও পনেরো বছর ধরে চলছে হাওড়ার এই উৎসব। প্রথমে এটি ডুমুরজলা স্টেডিয়ামে হত। এরপর ২০১৮ সাল থেকেই মেলাটি শঙ্কর মঠের মাঠে হয়। ১ মে থেকে শুরু হয়ে প্রায় এক মাস ধরে চলবে এই মেলা। এদিকে সবুজ ধংস করে এই ধরনের মেলা করায় এদিন ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Bagtui Massacre: ‘মেলেনি কিছুই’, ক্ষতিপূরণ না মেলায় জেলাশাসকের দ্বারস্থ বগটুইয়ের ক্ষতিগ্রস্ত পরিবার

Next Article
Howrah Sunstoke: তাপপ্রবাহের প্রথম বলি বাংলায়, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাওড়ায় মৃত্যু টোটোচালকের