AMTA Student Death: রহস্য পরতে পরতে! আনিসের মৃত্যুর তদন্তে ডিএসপি পদমর্যাদার আধিকারিক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2022 | 6:48 PM

AMTA Student murder: মনে করা হচ্ছিল, হয়ত সিআইডি দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেওয়া হবে। তবে আপাতত তা দেওয়া হল না।

AMTA Student Death: রহস্য পরতে পরতে! আনিসের মৃত্যুর তদন্তে ডিএসপি পদমর্যাদার আধিকারিক
আনিস খান (নিজস্ব চিত্র)

Follow Us

হাওড়া: আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করবেন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। রবিবার পুলিশ সুপারের রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই নির্দেশ দিলেন ডিজি। অর্থাৎ আনিসের মৃত্যুর তদন্ত করবেন ডিএসপি। শুক্রবার রাতে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় বছর আঠাশের আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে। আনিসের পরিবারের লোকজন দাবি করেন, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় যুক্ত। যদিও পাল্টা আমতা থানার তরফে দাবি তোলা হয়, কোনও পুলিশকে সেদিন রাতে কোথাও পাঠানো হয়নি। ফলে নতুন করে প্রশ্নের উদ্রেক হয়, তবে কি পুলিশের পোশাক পরে কেউ গিয়ে এই ঘটনা ঘটাল? নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে এই মৃত্যুর পিছনে। প্রথমে শোনা যাচ্ছিল সিআইডির হাতে এই মৃত্যুর ঘটনার তদন্তভার দেওয়া হতে পারে। কিন্তু রবিবার বিকেলে হাওড়া গ্রামীণের পুলিশসুপার সৌম্য রায় জানান, ডিএসপি পদমর্যাদার এক আধিকারিককে দিয়ে তদন্ত করানো হবে।

এই তদন্তকারীই খতিয়ে দেখবেন, শুক্রবার রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল। কারা এসেছিল আনিস খানের বাড়িতে? যে চারজনের কথা আনিসের পরিবার জানিয়েছে, তারা পুলিশ কর্মী কি না। যদিও পুলিশ হয় তা হলে কার নির্দেশে তারা এসেছিল? যদি পুলিশ কর্মী না হয়, তা হলে কারা পুলিশের উর্দিতে মাঝরাতে একজনের বাড়িতে ঢুকে পড়ল? অন্যদিকে মদ-তত্ত্বও উঠে এসেছে আনিসের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন আনিসের বাবা।

আনিসের বাবা সালেম খানের কথায়, “ময়নাতদন্ত কীভাবে হয়ে গেল? পুলিশ আমার ছেলেকে খুন করল আর তারপর আড়াল করেই হয়ে গেল ময়না তদন্ত। নিজেদের আড়াল করতেই পুলিশ এই কাজ করেছে। সেই কারণে পুলিশকে আমি বিশ্বাস করতে পারছি না। তাদের উপর ভরসা রাখতে পারছি না। তাই সিবিআই তদন্ত চাইছি। আমতা থানার পুলিশ যখন খুন করতে পারে তাহলে তারা আর কী তদন্ত করবে?” আনিসের বাবা সিবিআই তদন্তেরও দাবি জানান।

মনে করা হচ্ছিল, হয়ত সিআইডি দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেওয়া হবে। তবে আপাতত তা দেওয়া হল না। আনিসের বাবা শনিবারই অভিযোগ তুলেছেন তাঁর ছেলেকে খুন করা হয়েছে। আমতা থানায় তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা রুজু করে। মূলত খুন, ষড়যন্ত্রের ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। সেইমতোই ডিএসপি পদমর্যাদার যিনি রয়েছেন অর্থাৎ ডিএসপি হেড কোয়ার্টার (গ্রামীণ) তদন্ত করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: AMTA Student Death: ‘পুলিশ ছেলেকে খুন করল, তারপর অনুমতি ছাড়াই হল ময়নাতদন্ত’ আনিসের বাবার বক্তব্যে দানা বাঁধছে রহস্য

আরও পড়ুন: AMTA Student Death Live Updates : ছাত্র নেতার রহস্যমৃত্যু, সিবিআই তদন্তের দাবি আনিসের বাবার

Next Article