হাওড়া: হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে তীব্র কটাক্ষ করেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার বাকসাড়ার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশ্যে আক্রমণ করলেন তিনি। যদিও অরূপ রায়েরক নাম মুখে নেননি তিনি। নাম না করেই তাঁর এই আক্রমণের লক্ষ্য যে অরূপ রায়, তা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের। প্রসূনের এই বক্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়েছে হাওড়া তৃণমূলের অন্দরে।
প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য ওই সভায় বলেন, “উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনও তো হননি। ও সারাদিনই ঘুরছে। এই করছে, সেই করছে। বাজনা বাজাচ্ছে ছেলেদের সঙ্গে। একটু একটু করতে দিতে হয়। কোনও অসুবিধা নেই। থাকতে দিতে হয়।“ এর পরই পাশে দাঁড়য়ে থাকা এক তৃণমূল নেতাকে দেখিয়ে বলেন, “সভাপতি হবেন এই ভদ্রলোক।” তার পর বলেন, “সব অভিষেক করছে। আমার বাবাও করছে না। আমার মা’ও করছে না। অভিষেক সব দাঁড়িয়ে করছে। বুঝেছে হাওড়ায় কি করতে হবে।” এর পর নাম না করে অরূপ রায়কে আক্রমণ শানান প্রসূন। বলেন, “পার্টিতে দু’টো করে লাইন চলছিল। ইয়ার্কি হচ্ছে? এতো বুড়ো দামড়া লোক আপনি। আমারও এত বয়স। আমরা যদি নোংরামি করি কি হবে পার্টিতে? পার্টিতে একটা এমপি, একটা মন্ত্রী নোংরামি করবে? এত বার করে জিতিয়ে এনেছে পার্টি। আমি যদি নোংরামি করি জুতো মারা উচিত আমাকে। ইয়ার্কি হচ্ছে? যে পারছে একটা টিম করে নেমে পড়লো। আহা হা-হা-হা…..।“
প্রসূনের এই মন্তব্য নিয়ে সাংবাদিকরা মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করলে অরূপ রায় বলেন, “আমি একজন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। আমি দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সম্পর্কে প্রকাশ্যে বলা সমীচীন বলে মনে করি না। সুতরাং এ ব্যাপারে কোনও মন্তব্য করব না। যে বিষয়ে বলা হচ্ছে সেটা আমি জানিই না। আমি জেলা সভাপতির কাছ থেকে খবর নেব।”