হাওড়া: ফের লাখ লাখ নগদ টাকা উদ্ধার (Howrah Money Recovery) হল রাজ্যে। হাওড়া স্টেশন চত্বর থেকে নগদ ১১ লাখ টাকা উদ্ধার করল রেল পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়না। উদ্ধার হওয়া ৬১ গ্রাম সোনার গয়নার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। ঘটনায় ইতিমধ্যেই ভিন রাজ্যের এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ভিকি কুমার। বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। মঙ্গলবার হাওড়া স্টেশন চত্বর থেকে ওই যুবককে পাকড়াও করা হয়। এই বিপুল পরিমাণ টাকা এবং সোনার গয়নার উৎস কী, বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সব খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।
মঙ্গলবার হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন রেল পুলিশের কর্মীরা। সেই সময়ই ৮ নম্বর প্লাটফর্ম পাকড়াও করা হয় ভিকিকে। ওই যুবকের চালচলন দেখে সন্দেহ হয় পুলিশের মনে। এরপর তাকে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকা ও গয়নার মোট মূল্য ১৩ লাখ ৯১ হাজার ৫৮০ টাকা। এই বিপুল পরিমাণ ধনরাশির কোনও বৈধ কাগজপত্র ওই যুবক দেখাতে পারেনি। তাতে আরও সন্দেহ হয় পুলিশের। সেই সঙ্গে কথাবার্তার মধ্যেই পুলিশকর্মীরা একাধিক অসঙ্গতি লক্ষ্য করেন।
কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা ও গয়না নিয়ে আসা হচ্ছিল, তার কোনও সদুত্তর দিতে পারেনি ভিকি কুমার নামে ওই যুবক। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না ইতিমধ্য়েই আয়কর দফতরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। পুলিশের পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরাও এই ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, পাচারের উদ্দেশেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেক্ষেত্রে এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।