হাওড়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। ডিউটিতে যোগ দিতে আসার পথে বাইক সমেত তাঁকে পিষে দেয় একটি ট্রেলার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ফোরশোর রোডে। মৃত পুলিশকর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত (৩৫)। তিনি হাওড়া ফার্স্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিলেন। এদিকে, ঘটনার পরেই ঘাতক ট্রেলার ও তার চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে শিবপুর থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া সিটি পুলিশের কর্মী প্রসেনজিৎ সামন্ত। হাওড়া বাগনানের বোরার বাসিন্দা। রোজকার মত এদিনও তিনি নিজের মোটর সাইকেলে চেপে হাওড়া আদালতে আসছিলেন ডিউটিতে যোগ দিতে। ফোরশোর রোডে হঠাৎই একটি ট্রেলার তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাওড়া জেলা হাসপাতালে। শুধু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর এই ঘটনাটির তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। আটক করা হয় ঘাতক গাড়ি ও তার চালককে। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী তথা সিটি পুলিশের কর্মী প্রসেনজিৎ পোড়েল বলেন, ‘সিগন্যাল না থাকায় ফোরশোর দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সিগন্যাল পোস্ট বসানোর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই ধরনের ঘটনা আমার সঙ্গেও ঘটতে পারত। তাছাড়া ওয়ান ওয়ে অনেকেই মানতে চান না। সামনেই একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে যাওয়ার নাম করে দিনের পর দিন চলে ওয়ান ওয়েতে উল্টো পথে গাড়ি চালানো। এতেই দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পায়। এদিন ট্রলারের ধাক্কায় মাথায় চোট পেয়েছিল প্রসেনজিৎ।’
আরও পড়ুন: Jalpaiguri: আসছে কবিগুরুর জন্মদিন, চিরস্মরণীয় করতে ১৬০ ফুট লম্বা ক্যানভাসে ছবি আঁকলেন শিল্পীরা