হাওড়া: আগামী সোমবার থেকেই খুলতে চলেছে পোড়া মঙ্গলাহাট। সোমবার ঘটনাস্থলে ঘুরে এমনই জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও কিছুটা চাপের মুখে পড়েই এদিন এ কথা বলতে হয় মন্ত্রীকে। গত ২০ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে হাওড়া মঙ্গলাহাটে ভয়াবহ আগুন লাগে। পুড়ে খাক হয়ে যায় প্রায় ৫ হাজার বর্গফুট এলাকার দোকান। পুজোর আগে এমন ঘটনায় কার্যত কপালে হাত পড়ে ব্যবসায়ীদের। প্রথম থেকেই তাঁরা দাবি করছিলেন, দ্রুত হাট খোলার ব্যবস্থা করা হোক।
সোমবার ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীরা পোড়াহাট পরিদর্শনে যান। মন্ত্রীকে সামনে পেয়ে ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের একটাই দাবি, দ্রুত খোলার ব্যবস্থা করতে হবে মঙ্গলাহাট।
তা শুনে ফিরহাদ হাকিম বলেন, এই হাটের জমি ব্যক্তিগত মালিকানাধীন হলেও ব্যবসায়ীদের স্বার্থে তা দ্রুত চালু করার দায়িত্ব নিতে হবে মালিককে। যদি না করা হয় তাহলে জমি অধিগ্রহণ করবে সরকার এবং ব্যবসায়ীদের স্বার্থে হাট চালুর ব্যবস্থা করবে। এর জন্য দিন ১৫ সময়ও চান তিনি। কারণ আইনি নিয়ম মেনে চলতে হবে, যা কিছুটা সময়সাপেক্ষ।
এরপরই ব্যবসায়ীরা মন্ত্রীর সামনে বলে দেন, এত সময় দেওয়া সম্ভব নয়। সোমবার থেকে এখানে পসরা নিয়ে বসতে চান তাঁরা। কার্যত চাপের মুখে পড়েই তাতে সম্মতি দেন ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই যাতে এই মঙ্গলাহাট খোলা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন হাওড়া পুরকর্তৃপক্ষকে।
ফিরহাদ হাকিম বলেন, “আমরা ১৫ দিন সময় দিলাম। সবটা পরিষ্কার করে দেওয়ার জন্য। বৃষ্টির সময় ত্রিপল টাঙিয়ে নেবেন। তবে মালিক কিছু না করলে আমরা এটা অধিগ্রহণ করে ব্যবস্থা করব। ব্যবসায়ীরা অন্যত্র যাবেন না। সোমবার থেকেই ধাপে ধাপে হাট চালু করে দেব।”