DA-র দাবিতে ধর্মঘট! স্কুলে পড়ুয়ারা এলেও দেখা মিলল না হেডমাস্টার, শিক্ষক, গ্রুপ ডি কর্মীদের
Uluberia: স্কুলে শিক্ষকের অভাব পূরণ করতে গিয়ে একপ্রকার বাধ্য হয়েই উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরা ক্লাস নিলেন নীচু ক্লাসের পড়ুয়াদের। টিভি নাইন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র।
উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়া (Uluberia) ২ ব্লকের বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যামন্দির। শুক্রবার মহার্ঘভাতার দাবিতে (DA Agitation) সরকারি কর্মচারীদের ধর্মঘটের (Strike) দিনে স্কুলে দেখা মিলল না কোনও শিক্ষকের। পড়ুয়ারা নির্দিষ্ট সময় মতো চলে এসেছে স্কুলে, পার্শ্ব শিক্ষকরাও কয়েকজন এসেছেন। কিন্তু এছাড়া আর কোনও শিক্ষকের দেখা মিলল না স্কুলে। হেডমাস্টার থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী, কেউই আজ আসেননি স্কুলে। পাঁচজন পার্শ্বশিক্ষকের দেখা মিলল স্কুলে। এদিকে স্কুলে শিক্ষকের অভাব পূরণ করতে গিয়ে একপ্রকার বাধ্য হয়েই উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরা ক্লাস নিলেন নীচু ক্লাসের পড়ুয়াদের। টিভি নাইন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র।
এদিকে হেডমাস্টার থেকে শুরু করে গ্রুড ডি কর্মী, কেউই স্কুলে না আসায় সমস্যায় পড়েন পার্শ্ব শিক্ষকরাও। স্কুলে এসে তাঁরা দেখেন স্টাফ রুম বন্ধ। চক-ডাস্টারও পাননি তাঁরা। ফলে পড়ুয়াদের ক্লাস নিতে গিয়ে সমস্যায় পড়েন তাঁরা। পরে অবশ্য স্কুলের পরিচালন সমিতির সদস্য শেখ আশাদুর রহমান সেখানে গিয়ে স্টাফ রুম খুলে দেন এবং তাঁরা যাতে স্কুলের পঠনপাঠন ঠিকভাবে পরিচালনা করেন, সেই অনুরোধ করেন। তাঁর প্রশ্ন, স্কুলের পরিচালন সমিতিকে কিছু না জানিয়েই এভাবে সব শিক্ষকরা একসঙ্গে কেন স্কুলে অনুপস্থিত থাকলেন।
স্কুলে শিক্ষকদের অনুপস্থিতির এই দৃশ্য শুধু উলুবেড়িয়ার এই স্কুলেই নয়, রাজ্যের আরও অনেক প্রান্তেই দেখা গিয়েছে। হুগলির বৈঁচিগ্রামের বিহারী লাল মুখার্জী উচ্চ বিদ্যালয়ের মোট ২৪ জন স্থায়ী শিক্ষক আছেন। আজ তাঁরা ধর্মঘটে সামিল হয়ে কেউই স্কুলে আসেননি। যদিও শিক্ষকরা গতকালই সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলেন, তাঁরা ধর্মঘটকে সমর্থন করবেন। বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল হয়েছেন স্কুলের শিক্ষকরা। তাই ছাত্র পড়িয়ে স্কুল চালু রাখলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি নিজেই। সঙ্গে থাকলেন কয়েকজন পার্শ্ব শিক্ষকও।