বাগনান: হাওড়ার বাগনানে (Bagnan) ঝাড়খণ্ডের ইউটিউবার গুলিবিদ্ধ (Youtuber Murder) হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক। ধৃত ওই যুবকের নাম সন্দীপ কুমার। ওই যুবক সম্পর্কে মৃতা রিয়ার দেওর বলে জানা গিয়েছে। ধৃতের দাবি, তিনি সেখানে ছিলেন না। ঝাড়খণ্ডে ছিলেন। রিয়ার স্বামী প্রকাশ কুমারকে পুলিশ পাকড়াও করেছে শুনে খোঁজ নিতে এসেছিলেন তিনি। থানায় প্রকাশের সঙ্গে দেখা করতে এসে সন্দীপ জানতে পারেন, রিয়ার পরিবারের লোকেরা তাঁর নাম নিয়েছে পুলিশের কাছে। এরপর পুলিশকর্মীরা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেন। তাতে পুলিশের সন্দেহ আরও বাড়ে। আর এরপরই গ্রেফতার করা হয় সন্দীপ কুমারকে। এদিন ধৃত সন্দীপকে পুলিশ উলুবেড়িয়া মহকুমা আদালতে পেশ করে এবং বিচারক তাঁকে ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রকাশের এই ভাইকে জেরা করে আগামী দিনে এই রিয়ার গুলিবিদ্ধ হওয়ার নেপথ্যের রহস্য খুঁজে বের করার চেষ্টা করবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এদিন সন্দীপ কুমারকে আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মেয়ের ভাই আমার নাম নিয়েছে। আমি থানাতেই এসেছিলাম, ভাইকে দেখতে। সেই সময় আমাকে তদন্তের জন্য ধরে নেয় পুলিশ। আমি এইসবের মধ্য কীভাবে যুক্ত থাকব? আমি তো ঝাড়খণ্ডে ছিলাম। আমি এখানে ছিলামও না।”
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের ইউটিউবারের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কীভাবে ওই মহিলা গুলিবিদ্ধ হলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। মহিলার স্বামীর দাবি, তিনি গাড়ি থামিয়ে নেমেছিলেন কিছু সময়ের জন্য, সেই সময়েই এই ঘটনা ঘটেছে। এদিকে পরবর্তী সময়ে ফরেন্সিক আধিকারিকরা গাড়ি থেকে একটি গুলির খোলও খুঁজে পেয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যায়, মহিলা গাড়ির ভিতরে থাকাকালীনই তাঁকে গুলি করা হয়েছিল। এখন ওই মহিলার মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় প্রকাশ কুমারের ভাই সন্দীপ কুমারকেও গ্রেফতার করল পুলিশ।