হাওড়া: রোজ ট্রেন লেট, রোজ অফিসে লেটে। একদিন নয়, দিনের পর দিন ঘটছে এই ঘটনা। এদিনও ফের ট্রেন দেরিতে আসায় ভাঙল সহ্যের বাঁধ। অবরোধ হাওড়া দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে। অফিস টাইমে ব্যাপক উত্তেজনা এলাকায়। আশপাশের স্টেশনে পরপর দাঁড়িয়ে যায় একের পর এক ট্রেন। ডাউন ও মিডল লাইনেই মূলত চলে অবরোধ। শুধু ফুলেশ্বর স্টেশনেই দাঁড়িয়ে একাধিক লোকাল, দাঁড়িয়ে গিয়েছে মালগাড়িও।
নিত্যযাত্রীদের অভিযোগ, এই সমস্যা আজকের নয়। দিনের পর দিন ধরে চলছে একই সমস্যা। এদিনও অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে দেখা যায় ট্রেন লেট। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের দাবি, সমস্যার কথা দিনের পর দিন রেলকে জানানোর পরেও কোনও কাজ হয়নি। সময়ে আসেনি কোনও ট্রেনই। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথাও বলেন।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে লাগাতার হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক শাখায় লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে। কখনও ওভারহেডের কাজ, কখনও লাইনে ক্রুটি মেরামত, কখনও আবার সিগন্যালিংয়ের কাজের জন্য দফায় দফায় বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। খড়গপুর শাখাতেও দেখা গিয়েছে তার প্রতিচ্ছবি। এবার ট্রেনে লেটে অবরোধের জেরে নতুন করে শোরগোল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)