Howrah: হাওড়ায় ঢালাইয়ের সময় ভেঙে পড়ল নির্মীয়মাণ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ছাদ, আহত একাধিক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 27, 2022 | 8:13 PM

Howrah: শ্রমিকদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা সেখানে রাখা হয়েছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে আরুপাড়া এলাকায় কর্মরত ওই শ্রমিকদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

Howrah: হাওড়ায় ঢালাইয়ের সময় ভেঙে পড়ল নির্মীয়মাণ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ছাদ, আহত একাধিক
সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট

Follow Us

হাওড়া: জগাছায় (Jagacha) সরকারি প্রকল্পের কাজে দুর্ঘটনা। জগাছা থানা এলাকার আরুপাড়ায় একটি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (Sewage Treatment Plant) তৈরির কাজ চলছিল। সেখানে ঢালাইয়ের কাজ চলছিল আর তখনই ঘটে দুর্ঘটনা। ঢালাইয়ের কাঠামো সহ ছাদের অংশ ভেঙে পড়ে সেখানে। সেই সময় প্রায় জনা বারো শ্রমিক কাজ করছিলেন। হুড়মুড়িয়ে সব ভেঙে প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তাঁরা। ঘটনায় ছয়জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাকিদেরও কম-বেশি চোট লেগেছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। শ্রমিকদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা সেখানে রাখা হয়েছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে আরুপাড়া এলাকায় কর্মরত ওই শ্রমিকদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

এদিকে ওই দুর্ঘটনার খবর পাওয়ার পর তড়িঘড়ি সেখানে ছুটে আসেন জগাছা থানার পুলিশকর্মীরা। পুলিশের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। ওই প্রজেক্টের দায়িত্বে থাকা আধিকারিকরাও। জানা গিয়েছে, কেএমডিএর ওই প্রকল্পটি হল মূলত সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে বর্জ্য পদার্থ থেকে অচিরাচরিত শক্তি উৎপাদনের জন্য প্ল্যান্টটি তৈরি করা হচ্ছিল। সেই প্লান্টের জন্য প্রায় ১২ মিটার ব্যাসার্ধের একটি ট্যাঙ্কের ছাদ ঢালাই চলছিল। মঙ্গলবার বিকেলে সেই কাজের সময়েই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি এক শ্রমিক অবশ্য জানাচ্ছেন, সেখানে সেফটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

প্রোজেক্টের তদারকির দায়িত্বে থাকে কেএমডিএ-র আধিকারিক পার্থ সেন জানাচ্ছেন, একটি দুর্ঘটনা ঘটেছে। বড়সড় কোনও বিপদ ঘটেনি। কাঠামোটি পড়ে গিয়েছে। শ্রমিকরা যাঁরা উপরে ছিলেন, তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। দুইজনের হাসপাতালে চিকিৎসা চলছে। আমি ঘটনার সময় ছিলাম না। এসে দেখেছি বিষয়টি।” দুর্ঘটনায় ওই কাঠামোর তলায় কেউ আটকে থাকার সম্ভাবনা নেই বলেই জানান তিনি।

 

Next Article