MP Prasun Banerjee: ‘ভোটের আগে দল বদল? হাওড়াতে ঢুকতেই দেব না’, নাম না করে রাজীবকে হুঁশিয়ারি প্রসূনের

Rajib Banerjee: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে চার্টার্ড প্লেনে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

MP Prasun Banerjee: 'ভোটের আগে দল বদল? হাওড়াতে ঢুকতেই দেব না', নাম না করে রাজীবকে হুঁশিয়ারি প্রসূনের
এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ঢাললেন দলীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 7:36 PM

হাওড়া: বহু কাঠখড় পুড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ‘ঘর ওয়াপসি’ হয়েছে ঠিকই। কিন্তু তাঁকে দলে ফেরানো নিয়ে তৃণমূলের অস্বস্তি কিন্তু মোটেই কমছে না। এর আগে ‘অভিমানী কল্যাণ’ এক গাদা ক্ষোভ উগরে দিয়েছিলেন দলনেত্রীর কাছে। এবার মুখ খুললেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল প্রসূনের মুখে।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে চার্টার্ড প্লেনে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পর পুনরায় ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘ভুল’ স্বীকার করে পুরনো দলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন রাজীব।

তারপরেই রাজীব বন্দোপাধ্যায় দলে ফেরা নিয়ে কয়েক সপ্তাহ আগে তীব্র ক্ষোভ জানিয়েছিলেন দলের শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। এবার প্রকাশ্যে নাম না করে রাজীবকে হাওড়াতে না ঢুকতে দেওয়ার হুমকি দিলেন দলের আরেক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

রবিবার বিকালে হাওড়া ডুমুরজলায় ইন্ডোর স্টেডিয়ামে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস। যে সম্মিলনী মূলত হয়ে উঠেছিল হাওড়া পুর নির্বাচনের আগে কর্মিসভা। জেলা তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষের নেতৃত্বে হওয়া ওই সভায় প্রায় সকলেই আসন্ন নির্বাচনে দলকে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। আর সেখানেই হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অনেকাংশ জুড়ে ছিল ভোটের আগে দল ছেড়ে বিজেপিটে যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে ক্ষোভ।

এ দিন ভাষণ দিতে গিয়ে রাজীবের নাম না করে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু লোক আছে যাঁরা ঠিক নির্বাচনের আগে দল ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই সব লোক হাওড়ায় ঢুকতে পারবে না। হাওড়ায় ঢুকতে দেব না। যত বড়ই মাতব্বর হও। ভেবেছিল দিদি হেরে যাবে। তাই বাড়ি চলে গেল, প্লেনে উড়ে গেল। আবার হেরে গিয়ে ফিরে এসে দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছো। কোনও কারণেই আমি মানতে পারব না। যদি দরকার হয়, দল যদি বলে দল ছেড়ে চলে যান, আমি পদত্যাগ করে মমতাদির পায়ের সামনে হাঁটু গেড়ে বসে থাকব।”

ভাষণ দেওয়ার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় ঢুকতে দেব না। আমি মানসিক ভাবে কোনও ভাবেই ওঁকে মেনে নেব না। তাতে দল চাইলে আমি পদত্যাগ করব। আমি বেঁচে থাকা পর্যন্ত কাউকে হাওড়ায় আসতে দেব না।”

এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও রাজীবের ঘরে ফেরার পর বলেছিলেন, “দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে তা আমায় মেনে নিতে হবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলের কোনও সাধারণ কর্মীকে দুঃখ দিয়ে কোনও বিশ্বাসঘাতককে দলে ফেরানো হবে না। সেখানে, আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো ‘টপ টু বটম’ করাপ্ট নেতাকে দলে যোগদান করানো হল। নির্বাচনের সময় ডোমজুরে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজীবের কলকাতায় তিনটে বাড়ি আছে। ওর টাকা দুবাই এ খাটানো হয়। তারপরেও কেন এমন নেতাকে দলে ফেরানো হল, জানা নেই। আজ আমার সুনীল গাঙ্গুলির কবিতা ছিল ‘কেউ কথা রাখেনি’ সেটা মনে পড়ছে। আমি তো দলের সাধারণ কর্মী। যা সিদ্ধান্ত দল নিয়েছে তা মেনে নিতে হবে।”

আরও পড়ুন: Rail Service: ছ’ ঘণ্টা টিকিট কাটা যাবে না, আগামী সাতদিনের জন্য বড় ঘোষণা রেলের