Smriti Irani: ডাল-ভাতে মজে মন, মাটির থালাতেই হাওড়ার দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ স্মৃতির

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 12, 2022 | 7:12 PM

Smriti Irani: ভাত,ডাল, সুক্তো, পটল ভাজা,বেগুন ভাজা,পোস্ত,চাটনি,দই ও মিষ্টি সহ নানাবিধ পদে সেজে ওঠে স্মৃতির পাত। শংকর মাঝির ছোট নাতনিকে কোলে তুলে নিয়ে খেতে বসতে দেখা যায় স্মৃতিকে।

Smriti Irani: ডাল-ভাতে মজে মন, মাটির থালাতেই হাওড়ার দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ স্মৃতির
হাওড়ায় স্মৃতি ইরানি

Follow Us

হাওড়া: শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে কলকাতায় (Kolkata) পা রেখেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)। স্মৃতির কলকাতা সফর শুরু থেকেই ছিল নানা কর্মসূচিতে ঠাসা। স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার হাওড়ায়(Howrah) অমৃত মহোৎসব পদযাত্রায় অংশ নিতে দেখা যায় কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রীকে। সকাল এগারোটা নাগাদ তিনি পদযাত্রায় সামিল হন। কদমতলা বাজার থেকে হাওড়া ময়দান পর্যন্ত মন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলান বিজেপি কর্মী সমর্থকরা। এরপর দুপুর একটা নাগাদ হাওড়ার বালিটিকুরী সুরকি মিল এলাকায় এসে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন স্মৃতি ইরানি। এখানেই দলীয় কর্মী শংকর মাঝির বাড়িতে দুপুরের খাওয়া সারেন তিনি। 

স্মৃতির মধ্যাহ্নভোজে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য সহ প্রায় ১০ জন দলীয় কর্মী-সমর্থক। এদিকে পেশায় কলমিস্ত্রি শংকর মাঝির বাড়িতে স্মৃতি আসছেন তা আগেই ঠিক হয়েছিল। যা নিয়ে এলাকায় উন্মাদনাও ছিল শুরু থেকে। অন্যদিকে সামর্থ মতো স্মৃতির আপ্যায়নেও কোনও ক্রুটি রাখতে চায়নি মাঝি পরিবার। অন্যদিকে পাল্টা সৌজন্যতা ফিরিয়ে দেন স্মৃতিও। ঘরের মেয়ের মতো শংকর মাঝির ছোট নাতনিকে কোলে তুলে নিয়ে খেতে বসতে দেখা যায় স্মৃতিকে। 

ভাত,ডাল, সুক্তো, পটল ভাজা,বেগুন ভাজা,পোস্ত,চাটনি,দই ও মিষ্টি সহ নানাবিধ পদে সেজে ওঠে স্মৃতির পাত। সকাল থেকে মাঝি পরিবারের সদস্যরা রান্না করেন এই সমস্ত খাবার। এদিকে তাঁর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর পায়ের ধুলো পড়ায় স্বভাবতই উচ্ছ্বসিত শংকর মাঝিয়। তিনিৃ জানান, “খাবার খেয়ে খুশী মন্ত্রী। খুব তৃপ্তি করে খেয়েছেন তিনি।” এদিকে দুপুরে বালিটিকুরী এলাকায় মধাহ্নভোজ সেরে পাঁচলায় জনসংযোগ

Next Article