West Bengal Assembly Election 2021 Phase 6: বুথের বাইরে বাড়ির ছাদ, দোতলা থেকে ছোড়া হচ্ছে বোমা! আমডাঙায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই ‘বোমাবাজি’

Apr 22, 2021 | 12:41 PM

ষষ্ঠা দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 6) দফায় দফায় উত্তপ্ত আমডাঙা (Amdanga)।

West Bengal Assembly Election 2021 Phase 6: বুথের বাইরে বাড়ির ছাদ, দোতলা থেকে ছোড়া হচ্ছে বোমা! আমডাঙায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই বোমাবাজি
নিজস্ব চিত্র

Follow Us

আমডাঙা: ভোটের আগের (West Bengal Assembly Election 2021 Phase 6) রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। চলছিল বেপরোয়া বোমাবাজি। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছিল গোটা এলাকা জুড়ে। ভোটের সকালে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই হল বোমাবাজি। ষষ্ঠা দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 6) দফায় দফায় উত্তপ্ত আমডাঙা (Amdanga)।

ভোটের আগের দিন রাতে দফায় দফায় বোমাবাজিতে যেমন উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের রাহানা এক নম্বর এলাকা। ষষ্ঠ দফার ভোট শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মধ্যে আবারও তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের রংমহল ৮৩ নম্বর বুথের বাইরে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট দিতে যাওয়ার পথেই পুকুরে কিছু একটা দেখেছিলেন, উঁকি দিতেই দেখা গেল পা! তোলপাড় গ্রাম

সকালে রায়পুরের ৮০ নম্বর বুথের বাইরেও এলোপাথাড়ি বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল আইএসএফের দিকে আঙুল তুলেছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, “আমাদের এখানেই একটা বাড়ির দোতলা থেকে বোমা পড়েছে। ছাদের ওপর থেকে বোমা পড়েছে। এখানে তো আইএসএফ আছে। তৃণমূলের লোকেরা বোমা ফেলছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক।”

আইএসএফ পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলছে, “এখানে আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই বোমাবাজি করে আতঙ্ক তৈরি করতে চাইছে এলাকায়।” এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ‘বাচ্চাগুলোকে সুদ্ধ মার!’ ভোটের সকালে এক জনকে ফেলা হল নর্দমায়, কয়েক মাসের শিশুর পায়ে থাপ্পড়!

বুথের একশো মিটারের মধ্যেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা এলাকায় টহল দিচ্ছেন। কিন্তু তাঁরা সরে গেলেই চলছে বোমাবাজি, অভিযোগ গ্রামবাসীদের। এলাকায় এখনও বোমার স্প্লিন্টার, সুতোলি পড়ে রয়েছে।

Next Article