Howrah: অভিজাত আবাসনে মহিলাকে লক্ষ্য করে মাথায় গুলি, শিবপুরে চাঞ্চল্য
Gun Fire at Shivpur: জানা যাচ্ছে, শিবপুর থানার নাকের ডগাতেই ওই আবাসন। সকালে গুলির শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। পরে পুনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত আবাসনের নিরাপত্তারক্ষীরা খবর দেন থানায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।

হাওড়া: হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে গুলি! এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ মহিলার নাম পুনম যাদব। জানা যাচ্ছে, এই আবাসনের থাকেন পুনম। তাঁর মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে প্রথমে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীক্ষেত্রে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
জানা যাচ্ছে, শিবপুর থানার নাকের ডগাতেই ওই আবাসন। সকালে গুলির শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। পরে পুনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত আবাসনের নিরাপত্তারক্ষীরা খবর দেন থানায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।
তবে পুরো ঘটনাটি নিয়ে ধোঁয়াশায় রয়েছেন আবাসনের বাসিন্দারা। কারা গুলি করল, বাইরে থেকে কোনও আততায়ী ঢুকেছিল আবাসনে নাকি পরিচিত কেউ গুলি করেছেন, তা স্পষ্ট নয়। ওই গুলি কোনও দেশি পিস্তল থেকে বেরিয়েছে, নাকি কোনও লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি করা হয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুনমের পরিচিতদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ব্যস্ত সময়ে এইভাবে আবাসনের মধ্যে গুলি চালনার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিছুদিন আগেই বীরভূমের নলহাটিতে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ ওঠে। ওই মহিলা বিউটি পার্লারের কর্মী। এক্ষেত্রে এক তৃণমূল কাউন্সিলের স্বামীর নাম জড়িয়েছে। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে অবনতির জেরেই এই ঘটনা।
