ISF Worker Arrested: অস্ত্র বিক্রির অভিযোগ, পুলিশের জালে ISF নেতা

Saumav Mondal | Edited By: সঞ্জয় পাইকার

Oct 01, 2023 | 10:25 PM

ISF Worker Arrested: পুলিশ সূত্রে খবর, এর আগেও অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। জেলবন্দিও ছিলেন তিনি। বেশ কয়েকদিন আগে ছাড়া পান। এরপর ফের অস্ত্র বিক্রি করে আবারও পুলিশের হাতে গ্রেফতার।

ISF Worker Arrested: অস্ত্র বিক্রির অভিযোগ, পুলিশের জালে ISF নেতা
খোরশেদ মোল্লা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাঙড়: ফের ভাঙড় থেকে গ্রেফতার আইএসএফ নেতা। অস্ত্র বিক্রির অভিযোগে ভাঙড় থেকে তাঁকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র। অভিযুক্তের নাম খোরশেদ মোল্লা।

সম্প্রতি, হাড়োয়ার শালিপুর এলাকায় এক আইএসএফ কর্মী অস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাত ধরা পড়ে যায় গ্রামবাসীদের কাছে। এরপর রাজ্জাক মোল্লা নামে ওই আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শার্টার উদ্ধার হয়। তাকে হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে রজ্জাক অস্ত্র কিনেছিল খোরশেদের কাছ থেকে। হাড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস ঘোষ পুরো ঘটনা ভাঙ্গড় থানার পুলিশ আধিকারিকদের জানান। তারপর শনিবার রাত্রিবেলা হাড়োয়া ও ভাঙড় থানার যৌথ উদ্যোগে খোরশেদ মোল্লাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, এর আগেও অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। জেলবন্দিও ছিলেন তিনি। বেশ কয়েকদিন আগে ছাড়া পান। এরপর ফের অস্ত্র বিক্রি করে আবারও পুলিশের হাতে গ্রেফতার। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

Next Article