জলপাইগুড়ি: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস (Congress)। রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জে কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা শঙ্কর মালাকার (Shankar Malakar)। শুধু তাই নয়, প্রতিটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সাগরদিঘি (Sagardighi) উপ-নির্বাচন যে কংগ্রেসের পালে হাওয়া দিয়েছে এবং কর্মীদের চাঙ্গা করছে, তা এদিন স্পষ্ট করে দেন শঙ্কর মালাকার। পাশাপাশি এদিনের কর্মী সম্মেলন থেকে শাসকদলকেও একহাত নেন তিনি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে যে কংগ্রেস পাখির চোখ করেছে, তা এদিন স্পষ্ট করে দেন শঙ্কর মালাকার। বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ করা হবে জানিয়ে তিনি বলেন, “পঞ্চায়েতি ব্যবস্থা কংগ্রেস সরকার দিয়েছে। বিজেপি, তৃণমূল নয়, কংগ্রেস পঞ্চায়েতি ব্যবস্থা দিয়েছে। তাই আবার কংগ্রেস মানুষের কাছে যাচ্ছে।” এপ্রসঙ্গে উপ-নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মানুষ চাইছে কংগ্রেস ঘুরে দাঁড়াক। সাগরদিঘি নির্বাচন এই বার্তাই দিয়েছে।” একইসঙ্গে তৃণমূলকে তোপ দেগে প্রবীণ কংগ্রেস বলেন, “জয়ী হই বা না হই, আমরা মানুষের হয়ে কথা বলব। তৃণমূল এটা বুঝতে চায় না যে, শাসক ও বিরোধী উভয় দলই থাকবে।”
যদিও নির্বাচনে জয় পাওয়া যে সহজ নয়, তা প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যেই স্পষ্ট। তবে জয়ী হোক বা না হোক, কংগ্রেস জোর লড়াই দেবে বলেও দাবি জানান শঙ্কর মালাকার। এপ্রসঙ্গেই বামেদের সঙ্গে জোট-বার্তা দিয়ে তিনি বলেন, “প্রতিটি ভোটেই আমরা অংশগ্রহণ করব। জয়ী হই বা পরাজিত হই, প্রতিদ্বন্দ্বিতা করবই। জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা চলছে। সব কেন্দ্রে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।”
এদিন দুপুরে রাজগঞ্জের ধর্মশালা ময়দানে কর্মী সম্মেলন করে কংগ্রেস। দীর্ঘদিন পর এই জাতীয় সভায় ব্যাপক কর্মী সমাগম লক্ষ্য করা গেল। এই জনসমাগম সাগরদিঘি উপ-নির্বাচনের সাফল্য বলে দাবি কংগ্রেস নেতাদের। শঙ্কর মালাকারের কথায়, “আমাদের দলের ঘটি-বাটি সব চুরি করে নিয়ে গিয়েছিল তৃণমূল। কিন্তু তৃণমূলের নিয়োগ দুর্নীতি এবং সাগরদিঘি উপ-নির্বাচনে আমাদের সাফল্য আমাদের ঘুরে দাঁড়াতে অনেকটা সাহায্য করছে। যারা আমাদের দল ছেড়ে চলে গিয়েছিল তারা আবার ফিরতে শুরু করেছে। তাই আজকে এই বিপুল সংখ্যক মানুষের সমাগম। বিরিয়ানি প্যাকেট ছাড়া, লক্ষ্মীশ্রী, যুবশ্রী ছাড়া এত মানুষ বসে রয়েছেন, এর থেকে এটাই প্রমাণিত।”
এদিনের সম্মেলনে বিশিষ্ট কংগ্রেস নেতা শঙ্কর মালাকার ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার,রাজগঞ্জের ব্লক সভাপতি দেবব্রত নাগ সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।