ঘন কুয়াশায় চোখে পড়েনি টোটো, পাশ কাটাতে গিয়ে উল্টে গেল লরি

Nov 22, 2020 | 11:25 AM

TV9 বাংলা ডিজিটাল: সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল রাস্তা। দৃশ্যমানতা ছিল কম। রবিবার সকালে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি উল্টে যায়। জলপাইগুড়ির ধূপগুড়ির (Dhupguri) দেওমালি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন ২ জন। হাঁস-মুরগির খাবার নিয়ে ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল লরিটি। সকালে রাস্তায় লোক কম ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, […]

ঘন কুয়াশায় চোখে পড়েনি টোটো, পাশ কাটাতে গিয়ে উল্টে গেল লরি
রাস্তার ধারে উল্টে গেল লরি

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল রাস্তা। দৃশ্যমানতা ছিল কম। রবিবার সকালে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি উল্টে যায়। জলপাইগুড়ির ধূপগুড়ির (Dhupguri) দেওমালি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন ২ জন।

হাঁস-মুরগির খাবার নিয়ে ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল লরিটি। সকালে রাস্তায় লোক কম ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা ফাঁকা থাকলেও একটি টোটোকে পাশ কাটাতে গিয়েই উল্টে যায় লরিটি। চালক ও খালাসি আহত হন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: ছুটির সকালে পাহাড়ের কোলে রাজ্যপালের সঙ্গে প্রাতঃরাশ সারলেন মান্নান, কী কথা হল টেবিলে?

প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দূর থেকে টোটোটি নজরে আসেনি চালকের। কাছে এসে নজরে পড়ার পর পাশ কাটাতে গিয়েই বিপত্তি। তবে এদিনের ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় হাইওয়েতে। লরিটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Next Article