৫ বছর পরেও আলিপুরদুয়ারে হয়নি নতুন ব্লক, তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ বিরোধীদের

সুমন মহাপাত্র |

Nov 22, 2020 | 11:34 AM

জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছেন ভোট জিতে তাঁরাই প্রশাসনিক সংস্কার করবেন আলিপুরদুয়ার জেলার।

৫ বছর পরেও আলিপুরদুয়ারে হয়নি নতুন ব্লক, তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ বিরোধীদের
ছবি-ফেসবুক

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: নতুন জেলা হিসাবে আলিপুরদুয়ার (Alipurduar) গঠন হয়ে পাঁচ বছর পেরিয়ে গিয়েছে। তবু বদলানো হাল হকিকত। এখনও প্রশাসনিক সংস্কারই হয়নি নতুন জেলার। ফলে সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন এই জেলা। এমনই দাবি বিরোধীদের। জেলা গঠনের প্রস্তাব ছিল গড়ে উঠবে নতুন মহকুমা, ব্লক, থানা। কিন্তু আদপে কিছুই হয়নি। আর এই সমস্যাকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে একুশের নির্বাচনে লড়ছে জেলার বিরোধী দলগুলি।

আলিপুরদুয়ার জেলায় এখনও শুধুমাত্র একটিই মহকুমা। প্রত্যেকটি ব্লকে আয়তনে অনেকটাই বড়। দীর্ঘ দিন ধরে নতুন ব্লক তৈরির আবেদন থাকলেও তা এখনও পূরণ হয়নি। কয়েক বছর আগে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন নতুন পুরসভা হবে। কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়নি। এই অভিযোগও করছে বিরোধীরা।

আরও পড়ুন: ঘন কুয়াশায় চোখে পড়েনি টোটো, পাশ কাটাতে গিয়ে উল্টে গেল লরি

কোনও সাধারণ মানুষকে সরকারি কোনও কাজ করতে হলে এখনও জলপাইগুড়ি ছুটতে হয়। তাহলে নতুন জেলা গঠন করে হলটা কী? এ প্রশ্নও তুলছেন অনেকে। সম্প্রতি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ফালাকাটা ও জয়গাঁকে পুরসভায় পরিণত করার কথা বলেছেন। বিজেপি শিবির এই মন্তব্যকেও কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির দাবি, ৫ বছরে সরকার কোনও উদ্যোগ নিল না। এখন একুশের আগে প্রতিশ্রুতি দিচ্ছে। জেলা বিজেপি নেতৃত্ব দাবি করেছেন ভোট জিতে তাঁরাই প্রশাসনিক সংস্কার করবেন আলিপুরদুয়ার জেলার।

Next Article