একুশের নির্বাচনে মমতাকেই সমর্থন করুক পাহাড়বাসী, চান রোশন গিরি

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Nov 30, 2020 | 12:08 PM

২০২১-এ রাজ্যের গদিতে তৃণমূলকেই চাইছেন, কার্শিয়াংয়ের সভায় এমনটাই জানালেন রোশন গিরি। সাড়ে তিন বছর পর ফের জনসভায় এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

একুশের নির্বাচনে মমতাকেই সমর্থন করুক পাহাড়বাসী, চান রোশন গিরি
ফাইল চিত্র।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: সাড়ে তিন বছর ‘আড়ালে’ থাকার পর ফের পাহাড়ে উদয় হয়েছেন রোশন গিরি (Roshan Giri)। আগামী ৬ ডিসেম্বর শিলিগুড়ি (Siliguri)-তে রয়েছে বিমল গুরুং(Bimal Gurung)-র সভা, সেখানে উপস্থিত থাকবেন রোশনও। তার আগেই বিজেপি(BJP)-কে দুষে ফের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কেই সমর্থন জানালেন তিনি।

পুরনো প্রভাব বজায় রয়েছে কিনা, তা যাচাই করতে কার্শিয়াংয়ে সভার আয়োজন করেছিলেন রোশন গিরি। কিন্তু সেই সভায় আগের মতো ভিড় চোখে পড়ল না এবার। ৫০০-র আশেপাশে লোক জমায়েত হয়েছিল। তবে সভার মূল আকর্ষণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন। গোর্খাদের দাবি শুনছে না বিজেপি, এই অভিযোগে ২০২১-এ রাজ্যে তৃণমূল (TMC) সরকারকেই ফিরিয়ে আনার ডাক দেন রোশন গিরি।

কার্শিয়াংয়ের সভায় তিনি বলেন, “পাহাড়ে উন্নয়নের জন্য তিনবার বিজেপিকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কোনও লাভ হয়নি। বিজেপি গোর্খাদের মানুষ বলেই মনে করে না।” পাহাড়বাসী আগামী নির্বাচনে তৃণমূলের পাশে থাকুক, এই অনুরোধই জানান তিনি। একইসঙ্গে বর্তমান অনীল থাপা পরিচালিত বর্তমান জিটিএ(GTA)-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অডিটের দাবি জানান তিনি।

আরও পড়ুন: অভিমানের ওষুধ অনুব্রত, ‘দলের ছেলে ফিরলেন দলেই’

Next Article