‘ভিক্ষা চাইতে হবে কেন?’ নাগরিকত্ব আইন প্রয়োগে দেরি, ক্ষুব্ধ শান্তনু ঠাকুর

ঋদ্ধীশ দত্ত | Edited By: সুমন মহাপাত্র

Dec 01, 2020 | 7:12 PM

নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Law) দেশে লাগু হয়েছে বছরখানেক হতে চলল। তা সত্ত্বেও এখনও পর্যন্ত মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব পায়নি, যা নিয়ে এবার বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) আকারে-ইঙ্গিতে তাঁর নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন

ভিক্ষা চাইতে হবে কেন? নাগরিকত্ব আইন প্রয়োগে দেরি, ক্ষুব্ধ শান্তনু ঠাকুর
ফাইল চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Law) দেশে লাগু হয়েছে বছরখানেক হতে চলল। তা সত্ত্বেও এখনও পর্যন্ত মতুয়া সম্প্রদায় নাগরিকত্ব পায়নি। যা নিয়ে এবার বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) আকারে-ইঙ্গিতে তাঁর নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

রবিবার শান্তনু ঠাকুর ঠাকুরবাড়িতে উপস্থিত হলে মতুয়া ভক্তরা তাঁর কাছে দ্রুত নাগরিকত্ব আইন চালু করার দাবি জানান। জবাবে শান্তনু ঠাকুরের উষ্মা প্রকাশ পায়। তিনি বলেন, নাগরিকত্বের জন্য আমাদের বারবার ভিক্ষা চাইতে হচ্ছে কেন? কেন বারবার আন্দোলনের পথে হাঁটতে হচ্ছে? আমরা সকলের কাছে অধিকার ভিক্ষা চেয়েছি। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউই অধিকার দেবে না। অধিকার আদায় করে নিতে হবে।

আরও পড়ুন: কোভিড বিধি পালনের মধ্যে দিয়েই শান্তিপুরে আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব

বস্তুত তাঁর কথাতেই পরিষ্কার। এই আইন লাগু হতে বিলম্বিত হওয়ায় মোটেই খুশি নন এই বিজেপি সাংসদ। প্রসঙ্গত, দিনকয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, এক বছরের মধ্যে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। দিলীপের নাম না করেই শান্তনু পাল্টা বলেছেন, এক নেতার কাছে শুনলাম পরের বছর নাকি নাগরিকত্ব আইন চালু হবে। এত দেরি হলে আমাদের আর নাগরিকত্ব দরকার নেই। পরে আমরা এমনিই সেটা পেয়ে যাব।

Next Article