দলীয় নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তৃণমূল নেত্রীর!

Jan 21, 2021 | 5:36 PM

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। আঙুল বিজেপির দিকে। সবে শুরু হয়েছে পুলিসি তদন্ত।

দলীয় নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তৃণমূল নেত্রীর!
প্রতীকী চিত্র

Follow Us

জলপাইগুড়ি: ময়নাগুড়িতে তৃণমূল নেতা রঞ্জিত অধিকারী খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানালেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ (Sujata Khan)। তাঁর দাবিকে স্বাগত জানালেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। আর তাতেই বেজায় অস্বস্তিতে তৃণমূল শিবির।

১৮ জানুয়ারির ঘটনা। গত রবিবার রাতে দলের মিটিং সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ময়নাগুড়ির সাপ্টিবাড়ির রহমতুল্লাহ এলাকার বাসিন্দা রঞ্জিত অধিকারী। পরে তাঁর মৃত্যু হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। আঙুল বিজেপির দিকে। সবে শুরু হয়েছে পুলিসি তদন্ত। চার বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। এরই মধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে বসলেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ।

তিনি বলেন, ” বিজেপি খুন করেছে। তিনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। আমি নিজেও একজন দলিত সম্প্রদায়ের মেয়ে। বিজেপি দলিত সম্প্রদায়ের ওপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। কী অপরাধ ছিল তাঁর? দলিত সম্প্রদায়ের মানুষ বলেই কি খুন? আমাদের পুলিস, সিআইডি তো রয়েইছে। তবুও আমি একথাই বলব।”

সুজাতা খাঁর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক। তিনি বলেন, “এই ঘটনা নিয়ে যদি সিবিআই তদন্ত হয়, তবে আমরা নিশ্চিত এতে তৃণমূলের লোকেরা ধরা পড়বে।” তিনি দাবি করেন, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত বিজেপির ১৩৫ জন খুন হয়েছে। তারমধ্য ১১০ জন এসসি সম্প্রদায়ের।

আরও পড়ুন: ‘কিং মেকার’ আব্বাস বঙ্গ রাজনীতিতে চালু করলেন নতুন ট্রেন্ড! দলের নামেই স্পষ্ট রূপরেখা

তবে সুজাতা খাঁর মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি তৃণমূল নেত্রী হয়ে রাজ্য পুলিসের ওপরেই ভরসা রাখতে পারছেন না সুজাতা? এক্ষেত্রে তাঁকে সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপরেই ভরসা রাখতে হচ্ছে?

Next Article