BJP Joining: ফের ধস তৃণমূলে, এবার বিজেপিতে যোগদান করল ১০টি পরিবার

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 27, 2023 | 11:39 AM

BJP Joining: এই বিষয়ে পশ্চিম মণ্ডলের সভাপতি কমল সিংহ রায় জানান, "বুধবার সন্ধ্যায় এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ধূপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনয় সাহা মোর এলাকায় তা অনুষ্ঠিত হয়েছে। বিজেপিকে উজ্জীবিত করতে তৃণমূল ছেড়ে সাধারণ মানুষ দলে দলে বিজেপি-তে যোগদান করেছে।"

BJP Joining: ফের ধস তৃণমূলে, এবার বিজেপিতে যোগদান করল ১০টি পরিবার
বিজপিতে যোগদান (নিজস্ব চিত্র)

Follow Us

ধূপগুড়ি: আবারও তৃণমূলে ভাঙন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। দশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি বিধায়ক বিষ্ণপদ রায়। এর আগে তৃণমূল ছেড়ে প্রায় ২০০টি পরিবার যোগদান করেছিলেন সিপিএম-এ। সেই ঘটনার দুদিন কাটতে না কাটতেই আবারও যোগদান।

এই বিষয়ে পশ্চিম মণ্ডলের সভাপতি কমল সিংহ রায় জানান, “বুধবার সন্ধ্যায় এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ধূপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনয় সাহা মোর এলাকায় তা অনুষ্ঠিত হয়েছে। বিজেপিকে উজ্জীবিত করতে তৃণমূল ছেড়ে সাধারণ মানুষ দলে দলে বিজেপি-তে যোগদান করেছে।”

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা স্থানীয়রা সদস্য জানান, “মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে এবং প্রতারিত করে এলাকার উন্নয়নকে স্তব্ধ করেছেন। এলাকার সাধারণ মানুষ সরকারি ইন্দিরা আবাস থেকে বঞ্চিত হয়েছেন। তাই তারা আজ কাটমানি খাওয়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।”এ দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন ধূপগুড়ির কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সহ-সভাপতি মাধব চন্দ্র রায়, পশ্চিম মণ্ডলের সভাপতি কমল সিংহ রায় সহ প্রমূখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা ২ নং গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল বিজেপি ছেড়ে সিপিএম-এ যোগদান করেন কমপক্ষে ২০০টি পরিবার। এমনটাই দাবি করেছিল সেই সময় ওই এলাকার বাম নেতৃত্ব। এলাকার সিপিএম নেতাদের অভিযোগ, স্থানীয় গ্রাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাধারণ মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন। শুধু তাই নয়, মানুষকে প্রতারিত করে এলাকার উন্নয়নকে স্তব্ধ করেছেন। এলাকার সাধারণ মানুষ সরকারি ইন্দিরা আবাস থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাঁরা আজ তৃণমূল ছেড়ে বামফ্রন্টের লাল ঝান্ডার তলায় এসেছেন।

Next Article