নাগরাকাটা: উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের মধ্য গিয়ে দিয়েছে রেললাইন। জঙ্গলে ট্রেন যাওয়ার সময় রেললাইনের উপর প্রায়শই চলে আসে হাতি। ট্রেনের ধাক্কা. হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে সাম্প্রতিক অতীতে। রবিবারও সে রকমই পরিস্থিতি তৈরি হয়েছিল ডুয়ার্সে। কিন্তু রেললাইনে হাতি দেখে জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে ফেলেন দুই চালক। এর জেরে প্রাণে বাঁচে হাতিটি। সেই ঘটনার ভিডিয়োও ক্যামেরা বন্দি করেছেন ট্রেনের চালকরা। এই ঘটনার পর ট্রেন চালকদের প্রশংসা শোনা গিয়েছে পরিবেশপ্রেমীদের গলায়।
জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে হাতির জীবন রক্ষা করলেন দুই চালক। রবিবার ঘটনাটি ঘটেছে চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে চাপরামারির জঙ্গলে। সেই সময় ওই রুটে শিলিগুড়ি জংশন থেকে ধুবুড়িগামী আপ যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল। দূর থেকে হাতিটিকে রেললাইনের উপর দেখতে পান ইউকে রাম ও সিকে মিশ্র নামে দুই চালক। সঙ্গে সঙ্গে তাঁরা জরুরিকালীন ব্রেক কষেন। থেকে যায় ট্রেন। বুনোটি লাইন পেরিয়ে এক পাশের জঙ্গলে ঢুকে যায়। এর পরই ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়।
এর আগে গত ২২ নভেম্বর রাতে একই কায়দায় শিলিগুড়ি জংশনগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেসের দুই চালক গুলমা ও সেবক স্টেশনের মাঝে ব্রেক কষে একটি হাতির জীবন রক্ষা করেছিলেন। রেল সূত্রে খবর, গত ২৫ সেপ্টেম্বর রাতেও সেবকের টানেলের সামনে রেল ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে যাওয়া একটি দাঁতালকে নিরাপদে পার হওয়ার সুযোগ করে দিয়েছিলেন চালকরাও। এনিয়ে গত ৪ মাসে সতর্ক রেল অন্তত ৫০-৬০ বার হাতিদের সুরক্ষিত রাখতে পেরেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে।
নাগরাকাটা: উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের মধ্য গিয়ে দিয়েছে রেললাইন। জঙ্গলে ট্রেন যাওয়ার সময় রেললাইনের উপর প্রায়শই চলে আসে হাতি। ট্রেনের ধাক্কা. হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে সাম্প্রতিক অতীতে। রবিবারও সে রকমই পরিস্থিতি তৈরি হয়েছিল ডুয়ার্সে। কিন্তু রেললাইনে হাতি দেখে জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে ফেলেন দুই চালক। এর জেরে প্রাণে বাঁচে হাতিটি। সেই ঘটনার ভিডিয়োও ক্যামেরা বন্দি করেছেন ট্রেনের চালকরা। এই ঘটনার পর ট্রেন চালকদের প্রশংসা শোনা গিয়েছে পরিবেশপ্রেমীদের গলায়।
জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে হাতির জীবন রক্ষা করলেন দুই চালক। রবিবার ঘটনাটি ঘটেছে চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে চাপরামারির জঙ্গলে। সেই সময় ওই রুটে শিলিগুড়ি জংশন থেকে ধুবুড়িগামী আপ যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল। দূর থেকে হাতিটিকে রেললাইনের উপর দেখতে পান ইউকে রাম ও সিকে মিশ্র নামে দুই চালক। সঙ্গে সঙ্গে তাঁরা জরুরিকালীন ব্রেক কষেন। থেকে যায় ট্রেন। বুনোটি লাইন পেরিয়ে এক পাশের জঙ্গলে ঢুকে যায়। এর পরই ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়।
এর আগে গত ২২ নভেম্বর রাতে একই কায়দায় শিলিগুড়ি জংশনগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেসের দুই চালক গুলমা ও সেবক স্টেশনের মাঝে ব্রেক কষে একটি হাতির জীবন রক্ষা করেছিলেন। রেল সূত্রে খবর, গত ২৫ সেপ্টেম্বর রাতেও সেবকের টানেলের সামনে রেল ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে যাওয়া একটি দাঁতালকে নিরাপদে পার হওয়ার সুযোগ করে দিয়েছিলেন চালকরাও। এনিয়ে গত ৪ মাসে সতর্ক রেল অন্তত ৫০-৬০ বার হাতিদের সুরক্ষিত রাখতে পেরেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে।