Sikkim Landslide: স্কাইওয়াকের কাজে গিয়েই বিপদ! ধসে চাপা পড়ে মৃত ২

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2022 | 12:30 PM

Sikkim Landslide: শুক্রবার কাজ শুরুর পর ধস নামতেই এই অঘটন ঘটে যায়। আহত অবস্থায় দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

Sikkim Landslide: স্কাইওয়াকের কাজে গিয়েই বিপদ! ধসে চাপা পড়ে মৃত ২
প্রতীকী ছবি

Follow Us

জলপাইগুড়ি : রুজি রোজগারের দায়েই বাড়ি ছেড়ে যেতে হয়েছিল দূরে। আর ফেরা হল না। প্রাকৃতিক বিপর্যয়ের বলি হতে হল জলপাইগুড়ির (Jalpaiguri) দুই শ্রমিককে। ভূমি ধসে মৃত্যু হল দুই নির্মাণ শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নামল বোদাগঞ্জ গ্রামে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের ঝাকুয়াপাড়া গ্রামের ৮ যুবক সিকিমে গিয়েছিলেন কাজের সূত্রেই। গত ১৫ ডিসেম্বর সিকিমের পেলিং এলাকায় যান তাঁরা। সেখানে একটি স্কাইওয়াক নির্মাণের কাজ। সেই স্কাইওয়াকের কাজের সঙ্গেই যুক্ত ছিলেন ওই ৮ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় গত শুক্রবার। চাপা পড়ে মৃত্যু হয় ৪ জনের।

জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর আচমকাই ধস নামে ওই এলাকায়। তাতেই চাপা পড়ে যান ৪ জন শ্রমিক। ধস সরিয়ে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতরা হলেন রবি রায় (৩০) এবং সুধামার ওঁরাও (৪২)। বাকি দুজনের হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে।

এরপর শ্রমিকদের গ্রামে খবর পৌঁছলে পরিবারের সদস্যরা সিকিমে রওনা হন। সেখানে পৌঁছলে তাঁদের দেহ হস্তান্তর করে স্থানীয় প্রশাসন। এরপর তাঁরা দেহ নিয়ে শনিবার ভোরে গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনেরা। আহত ২ জন এখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী গিরিশ রায় জানান, স্কাইওয়াক নির্মাণের কাজে তাঁরা ৮ জন গ্রামবাসী একসঙ্গে সিকিম গিয়েছিলেন। শুক্রবার কাজ শুরুর পর ধস নামতেই এই অঘটন ঘটে যায়। সঞ্জু রায় নামে আর এক শ্রমিক জানান, ধস সরিয়ে তাঁরাই ওই ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

এই ঘটনার পর বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের উপ প্রধান কৃষ্ণ দাস জানান, শুক্রবার ঘটনার পর থেকেই খোঁজখবর নেওয়া হয়েছে। পরিবারের পাশে রয়েছেন তাঁরা। মৃত ও আহতদের পরিবারকে যাতে সাহায্য করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Next Article