Madarihat Shootout Update: ‘কয়েকদিন ছাড়াই চলে গুলি, প্রাণ যায় মানুষের! পুলিশ কী করছে?’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2022 | 3:44 PM

Madarihat: কিন্তু বারবার কেন এমন হচ্ছে? কেন আটকানো যাচ্ছে না দুষ্কৃতী দৌরাত্ম? কী করছে পুলিশ প্রশাসন? প্রশ্ন উঠছে এমনটাই।

Madarihat Shootout Update: কয়েকদিন ছাড়াই চলে গুলি, প্রাণ যায় মানুষের! পুলিশ কী করছে?
মাদারিহাটে গুলি (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: কয়েকদিন আগের ঘটনা। বীরপাড়া মাদারিহাটে চলে একের পর এক গুলি। ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। এরপর ফের গুলি চলার ঘটনা ঘটে। তখনও আটকানো যায়নি মৃত্যুকে। একবার একজন, একবার দু’জন। এইভাবে বারবার মৃত্যুর ঘটনা ঘটেছিল ওই এলাকায়। কখনও সিন্ডিকেটের জন্য, কখনও তোলাবাজির জন্যই এই ঘটনা এমনটাই জানায় পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম সব থেকে বেশি আর পাশেই ভূটান বর্ডার সেই কারণে বারবার এই ঘটনা। এরপর গতকাল রাতে ফের শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হয় দুজনের। কিন্তু বারবার কেন এমন হচ্ছে? কেন আটকানো যাচ্ছে না দুষ্কৃতী দৌরাত্ম? কী করছে পুলিশ প্রশাসন? প্রশ্ন উঠছে এমনটাই।

সোমবার দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে উত্তেজনা ছড়ায় মাদারিহাটে। জলপাইগুড়ি চা-বাগানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই যুবকের। এদিকে, পাশেই রয়েছে ভূটান বর্ডার। ফলত উত্তেজনা আরও ছড়ায় গোটা এলাকায়। সোমবার গভীর রাতে ঘটনাস্থলে আসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলপাইগুড়ি মাদারিহাটের গ্যারগান্ডা চা বাগান। সেখানেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ওই দুই যুবকের। মৃতদের নাম প্পু থাপা, বাড়ি বাগানের মন্দির লাইনে। অপরজন বাবু মাহালি, বাড়ি বীরপাড়া থানার দলমোর চা বাগানে। এছাড়াও গোলাগুলির ঘটনায় অমর ওরাওঁ ও রিমেশ থাপা নামে আরও দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন। গুলি চলার ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

কেন চলল গুলি?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পাপ্পুর বাড়িতে ছিলেন বাবু, অমর ও রিমেশ। অভিযোগ, রাত দশটা নাগাদ কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কৃতী হঠাৎ পাপ্পুর বাড়িতে হামলা চালায়। লাগাতার চলতে থাকে গুলি। তখনই দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় পাপ্পু ও বাবুর। জখম হন অপর দু’জন। গোলা-গলির ঘটনায় এলাকায় এসে জড়ো হন এলাকাবাসী। তারাই পুলিশকে খবর দেয়।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “কী কারণে এই হামলা হয়েছে, বলতে পারব না। আদৌ যাদের মৃত্যু হয়েছে, তারা কী করত, কোনও দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিল বলে জানা নেই। তবে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এলাকায়।”

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ” গুলি চালানোর ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হচ্ছে নির্দিষ্ট নাম দিয়ে। কী কারণে এই শুটআউট এখনই কিছু আমরা বলব না, আগে আসামীদের গ্রেফতার করব। তারপরই এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া হবে।”

আরও পড়ুন: Nadia Dog Killed: ঝোপে পড়েছিল খুদেগুলোর দেহ, শরীরে গভীর ক্ষত, মুখ দিয়ে বের হচ্ছিল গ্যাজলা! এনআরএসের নৃশংসতা ফিরল নদিয়ায়

 

Next Article