জলপাইগুড়ি: বিগত দুই দিন থেকেই তিস্তার পাড় যেন শ্মশানপুরী। লাশের খোঁজে এদিনও চলল দিনভর তল্লাশি। দিনের শেষে ৩ টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে গত ৪ দিনে তিস্তা নদী থেকে মোট ৩০ টি মৃতদেহ উদ্ধার করল পুলিশ।
শনিবার ফের দেহ উদ্ধার তিস্তায়। জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী থেকে ৩টি মৃতদেহ উদ্ধার করলেন পুলিশ এবং NDRF কর্মীরা। এই নিয়ে গত ৪ দিনে জলপাইগুড়ি জেলায় উদ্ধার হওয়া মৃত দেহের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০। এদিন উদ্ধার হওয়া দেহগুলি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে রয়েছেন সেনার আধিকারিক এবং কর্মীরা। পাশাপাশি রয়েছেন নিখোঁজ পরিবারের লোকেরা। সেখানেই দেহ গুলির শনাক্তকরণের প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, আজ জলপাইগুড়ি জেলায় ৩ টি দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ পর্যন্ত ৩০ টি দেহ উদ্ধার হয়েছে জেলায়। প্রসঙ্গত, তিস্তার হড়পা বানে বেশ কিছু দেহ ভাসতে ভাসতে চলে গিয়েছিল বাংলাদেশে। এদিন ৪টি দেহ ভারতকে হস্তান্তর করেছে বাংলাদেশ। শুক্রবার ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্তে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে দেহ হস্তান্তরের বিরুদ্ধে কথা হয়েছিল বলে খবর। কবে এখনও পর্যন্ত জারি রয়েছে উদ্ধার কাজ। কোমর বেঁধে রেসকিউ অপারেশন চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও ভারতীয় সেনা।