Dhupguri: খোলা ময়দানে পড়ে মর্টার শেল, ছড়াল বোমাতঙ্ক

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 07, 2023 | 7:52 PM

Dhupguri: প্রসঙ্গত, তিস্তার জলে কয়েকদিন আগেই সেনাবাহিনীর বেশ কিছু বোমা বারুদ গোলা আগ্নেয়াস্ত্র সরঞ্জাম ভেসে গিয়েছিল। মনে করা হচ্ছে, কোনও ভাবে সেই মর্টার মাঠে পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা তা দেখা মাত্রই ছড়ায় বোমাতঙ্ক।

Dhupguri: খোলা ময়দানে পড়ে মর্টার শেল, ছড়াল বোমাতঙ্ক
ঝোপে পড়ে ওইটা কী?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ধূপগুড়ি: সম্প্রতি সিকিমে হড়পা বানের জেরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২৩ সেনা জওয়ান। তাঁদের কারোর কারোর খোঁজ মিললেও নিখোঁজ অনেকেই। এ দিকে, শনিবার জনবসতিপূর্ণ এলাকায় মাঠের মধ্যে সেনাবাহিনীর মর্টার এর গোলা পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সেনা জওয়ানদের মর্টার পড়ে ছিল সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাস্থল ধূপগুড়ির ক্রান্তি ব্লকের কাঠাম বাড়ি এলাকা।

প্রসঙ্গত, তিস্তার জলে কয়েকদিন আগেই সেনাবাহিনীর বেশ কিছু বোমা বারুদ গোলা আগ্নেয়াস্ত্র সরঞ্জাম ভেসে গিয়েছিল। মনে করা হচ্ছে, কোনও ভাবে সেই মর্টার মাঠে পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা তা দেখা মাত্রই ছড়ায় বোমাতঙ্ক।

এ দিকে, এই ঘটনা চাউর হতেই প্রচুর মানুষের ভিড় জমান সংশ্লিষ্ট এলাকায়। দেখতে আসা বাসিন্দারা জানান, কয়েকদিন আগে কাঠামবাড়ি চাপাডাঙা এলাকায় মর্টার গোলা ফেটে দুর্ঘটনা ঘটেছিল। ঠিক তেমনটাই দেখতে এই বস্তুটি। আমাদের মনে হচ্ছে এই জিনিসটিও মর্টার।

উল্লেখ্য, সিকিমের বিপর্যয়ে ভেসে গিয়েছে সেনা ছাউনি। সেনার বহু অস্ত্রসস্ত্র ভেসে এসেছে। সেই সব অস্ত্র, শেল সাধারণ মানুষের হাতে চলে এসেছে। ইতিমধ্যেই মর্টার শেল ফেটে মৃত্যু হয়েছে এক শিশুর। সেনার ধারণা, এরকম অনেক সাধারণ মানুষের হাতেই এই ধরনের শেল, অস্ত্র চলে গিয়েছে। কিন্তু তা এখনও প্রশাসনের কাছে জমা পড়েনি। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে মজুত করা মর্টার শেল জমা দিলে যদি পুলিশ গ্রেফতার করে এই ভয়ে অনেকেই শেলগুলি জমা দিতে চাইছেন না বলে পুলিশ প্রশাসনের ধারণা। এবার সাধারণ মানুষকে আশ্বাস দিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়।

Next Article