পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ, বাংলার সীমান্ত থেকে ধৃত চার আফ্রিকান

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 12, 2021 | 6:26 PM

চারজনকে গ্রেফতার করে আদালতে তোলা হল। ফুটবল খেলতে এসেছিলেন বলে জানিয়েছেন ধৃতরা।

পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ, বাংলার সীমান্ত থেকে ধৃত চার আফ্রিকান
ধৃত আফ্রিকার নাগরিক

Follow Us

নকশালবাড়ি: এসএসবির হাতে ধরা পড়ল আফ্রিকার নাগরিক চারজন। পানিট্যাঙ্কি এবং নকশালবাড়ি থানার পুলিশ এই চারজনকে গ্রেফতার করেছে। ভারতের কোনও পাসপোর্ট ছাড়াই এরা ভারতে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় চার আফ্রিকার যুবক নেপাল থেকে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কিতে আসেন এবং সেখান থেকে বাসে করে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন। গোপন সূত্রে খবর পায় এসএসবির ৪১ ব্যাটালিয়নের জওয়ানরা। পানিট্যাঙ্কি বর্ডার আউট পোস্টের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করেন।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, আফ্রিকার বাসিন্দা ওই চারজন হলেন আলেক্সিস ইস্মাইল ইফা, ডিজিংগি মোহম্মমদু মুসি, আবান্দা আঞ্জাউপ, বিগুই বিলিমি। এদের প্রত্যেকেরই বয়স ২০-র আশেপাশে। চারজনই ফুটবল খেলেন। তাঁরা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁদের আটক করে নকশালবাড়ি থানার হাতে তুলে দেন জওয়ানরা। নকশালবাড়ি থানার ওসি ইফতিকার উল হাসান জানান, আজ সোমবার চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আরও পড়ুন: ‘বাংলার মায়েদের রান্নাঘরে বোমা তৈরি হোক’, জেএমবি জঙ্গিদের কলকাতার ডেরা থেকে উদ্ধার জেহাদি লিফলেট!

উল্লেখ্য কিছুদিন আগেই এক চিনা নাগরিককে গ্রেফতার করা হয় মালদার সীমান্ত থেকে। সন্দেহভাজনক ওই ব্যক্তিকে জেরা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের অনুমান ওই ব্যক্তি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত চিনে। আপাতত হান জুনেই নামে ওই চিনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Next Article