Bee Sting : Bee Sting : আচমকা হানা বাজপাখির; চাক ছেড়ে ধেয়ে এল মৌমাছির দল; মধুকরদের কামড়ে হাসপাতালে ৬

Rony Chowdhury | Edited By: জয়দীপ দাস

Mar 30, 2023 | 12:00 AM

Bee Sting : ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। সূত্রের খবর, সেই সময় আলু ক্ষেতে কাজ করছিলেন গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ রায়। আচমকা প্রায় শতাধিক মৌমাছি এসে তাকে কামড়ে দেয়।

Bee Sting : Bee Sting : আচমকা হানা বাজপাখির; চাক ছেড়ে ধেয়ে এল মৌমাছির দল; মধুকরদের কামড়ে হাসপাতালে ৬

Follow Us

ধূপগুড়ি : আলু খেতে আচমকা মৌমাছির হানা (Bee Sting)। মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ ৬। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত ঝাড়াআলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামে। অসুস্থত দের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে (Dhupguri Hospital)। হাসপাতালে ভর্তি গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ রায়, রিঙ্কু রায়, সঞ্জিত রায়, বিপুল রায়, দিনবন্ধু রায়, হরিদয়াল রায়। প্রত্যেকেই উত্তর কাঠুলিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। সূত্রের খবর, সেই সময় আলু ক্ষেতে কাজ করছিলেন গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ রায়। আচমকা প্রায় শতাধিক মৌমাছি এসে তাকে কামড়ে দেয়। মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি। বাবার চিৎকার শুনে ছুটে আসেন তাঁর বড় ছেলে রিঙ্কু রায়। তাঁকেও ঘিরে ধরে মৌমাছির দল। বাবা-ছেলের চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরাও। মৌমাছির কামড় থেকে রেহাই পাননি তাঁরাও। কামড় খেয়ে মাটিতে বেশ কিছুক্ষণ পড়ে থাকেন বাড়ির ছয় সদস্য। পরবর্তীতে গ্রামের অন্যান্য বাসিন্দারা এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যান ধূপগুড়ি হাসপাতালে। 

বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি রয়েছে তিন জন। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন দুপুরে আলু ক্ষেতে যখন কাজ করছিলেন বীরেন্দ্রনাথবাবু সেই সময় বাড়ির পাশে থাকা একটি বটগাছের মধ্যে মৌমাছির চাকে হানা দেয় একটা আস্ত বাজপাখি। আর তাতে চাক ভেঙে উড়তে শুরু করে মৌমাছির দল। ছুটে আসে আলু ক্ষেতের দিকে। তবে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসারত রোগীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Next Article