Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারেও দুর্নীতির অভিযোগ! প্রতিবন্ধী মহিলার টাকা ট্রান্সফার হচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 18, 2022 | 11:25 AM

Jalpaiguri: জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জয়ন্তী দেবনাথ। তিনি বিশেষ ভাবে সক্ষম।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারেও দুর্নীতির অভিযোগ! প্রতিবন্ধী মহিলার টাকা ট্রান্সফার হচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে
জয়ন্তী বিশ্বাস (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: প্রতিবন্ধী তৃণমূল কর্মীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ভুয়ো অ্যাকাউন্টে ঢুকছে। সেই অভিযোগ তুলে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মহিলা।

জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জয়ন্তী দেবনাথ। তিনি বিশেষ ভাবে সক্ষম। পাশাপাশি ওই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। জানা গিয়েছে, দুয়ারে সরকার প্রকল্প শুরু হওয়ার সময় তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছিলেন।

তাঁর অভিযোগ, আবেদন করার পর এলাকার অন্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়। কিন্তু তাঁর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় তিনি স্থানীয় পঞ্চায়েত এবং প্রধানের কাছে যান। অভিযোগ, সেই সময় তাঁরা বলেন, তিনি যেহেতু মানবিক ভাতা পান তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না। তাঁর আরও অভিযোগ, বারংবার জনপ্রতিনিধিদের কাছে গেলে তাঁরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তিনি বিডিও অফিসে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, গত সাত মাস ধরে তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু মহিলা অবাক হয়ে যান, কারণ একটি টাকাও তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাননি। পরে ভালভাবে অ্যাকাউন্ট নম্বর লক্ষ করতেই দেখতে পান ওই অ্যাকাউন্ট নম্বরটি তাঁর নয়।

এরপর বিষয়টি নিয়ে চলতি মাসের ১৩ তারিখ জলপাইগুড়ি প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের দ্বারস্থ হন মহিলা। বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরেন সাংবাদিকরা। পরে তিনি বিষয়টি নিয়ে জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ তথা  তৃণমূল নেতা বিজয় বর্মণের দ্বারস্থ হলে তিনি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে লিখিত অভিযোগ করতে বলেন জয়ন্তী দেবীকে। তাঁর কথা মতো মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তী দেবনাথ।

গোটা ঘটনায় জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ বিজয় বর্মণ জানান, ‘আমি ওই মহিলাকে ব্যক্তিগত ভাবে চিনি। এরা অত্যন্ত দরিদ্র। আমি সাংসদ থাকাকালীন ব্যাক্তিগত ভাবে এদের পাশে থাকার চেষ্টা করেছি। সম্প্রতি  আমার কাছে এসে বলেন তাঁর অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। এটা মারাত্মক অভিযোগ। সরকার গরিব মানুষকে সাহায্য করছে। আর সেই টাকা অন্য কেউ আত্মসাৎ করছে কি না তার তদন্ত হওয়া দরকার। তাই আমি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করতে বলি।’

Next Article