Elephant in Tea Garden: পথ ভুলে চা বাগানে ঢুকে পড়ল হাতির দল, জঙ্গলে ফেরাতে ব্যস্ত বনকর্মীরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 30, 2022 | 7:45 PM

Elephants: হাতির দলটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। সঙ্গে সঙ্গে এলাকায় এসে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। সকাল থেকে হাতির দলটিকে পাহারা দিচ্ছেন তাঁরা।

Elephant in Tea Garden: পথ ভুলে চা বাগানে ঢুকে পড়ল হাতির দল, জঙ্গলে ফেরাতে ব্যস্ত বনকর্মীরা
চা বাগানে হাতির দল

Follow Us

বানারহাট : এক জঙ্গল থেকে অন্য জঙ্গলের দিকে যাচ্ছিল হাতির দল। কিন্তু তারই মাঝে চা বাগানের মধ্যে পড়ল নয়টি হাতির ওই দল। ঘটনায় আতঙ্ক ছড়ায় বানারহাট ব্লকের লক্ষ্মী পাড়া চা-বাগানের আলে বস্তি এলাকায়। ডুয়ার্সের মরাঘাট জঙ্গল থেকে রেতি জঙ্গলের দিকে যাচ্ছিল হাতির দল। সেই সময় লক্ষ্মী পাড়া চা-বাগানের মাঝে আলে বস্তি এলাকায় দাঁড়িয়ে পড়ে হাতির দল। সকালবেলা চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে যাওয়ার সময় হাতির দলটিকে দেখতে পান। হাতির দলে শাবক সহ ৯ হাতি ছিল বলে জানা গিয়েছে। হাতির দলটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। সঙ্গে সঙ্গে এলাকায় এসে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। সকাল থেকে হাতির দলটিকে পাহারা দিচ্ছেন তাঁরা।

বন দফতরের তরফে জানানো হয়েছে সন্ধ্যার পর হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। তবে সন্ধে সাড়ে সাতটা পর্যন্তও হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। এদিকে প্রায় প্রতিদিন রাতেই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মনে। কখনও চাষের ফসল নষ্ট হচ্ছে, আবার কখনও বা ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে হাতির দল।

এদিকে মেটেলি ব্লকের বাতাবারি এলাকাতেও হাতির তাণ্ডব চলে গতরাতে। সেখানে হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি গালামালের দোকান সহ বেশ কয়েকটি বাড়ি। শুক্রবার গভীর রাতে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি বস্তি এলাকার হাতির তাণ্ডব চলে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মঙ্গলবাড়ি বস্তি এলাকায় একটি দাঁতাল হাতি স্থানীয় রেণুকা রায়ের গালামালের দোকানে হানা দিয়ে দেওয়াল ভেঙে দেয়। এরপর স্থানীয় বেশ কয়েকজনের বাড়ি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়। ছেলেকে নিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল, গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপ্না ওরাওঁ। বন দফতর সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন : Mamata Banerjee: মমতা রোজা রাখছেন বলেই কি মোদীর নৈশভোজে অনুপস্থিত, প্রশ্ন দিলীপের

আরও পড়ুন : KMC Electric Vehicle: খরচ সামাল দিতে এবার আসরে বৈদ্যুতিন গাড়ি? জেনে নিন কলকাতা পুরনিগমের নতুন ভাবনা

Next Article