ধূপগুড়ি: ভোট মিটলেও অশান্তি লেগেই আছে। জেলায় জেলায় কোথাও মারধরের অভিযোগ তুলছে শাসকদল, কোথাও আবার হিংসার অভিযোগ বিরোধীদের। জলপাইগুড়ি জেলাও সেই তালিকায়। তৃণমূলের বিজয় মিছিল থেকে এবার হামলার অভিযোগ উঠল। অভিযোগ, সিপিএম কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালায় শাসকদলের লোকজন। ঘটনায় সিপিএমের দু’জন আহত হয়েছেন। তাঁরা স্বামী-স্ত্রী। রবিবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের নেওরা মাঝিয়ালি এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ, বিধাননগর গ্রামপঞ্চায়েতের ২১/ ৭৫ নম্বর বুথের তৃণমূল রবিবার একটি মিছিল করে। ভোটে জেতার আনন্দে বুথ এলাকা ঘোরে সেই মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই নেওরা মাঝিয়ালি এলাকার সিপিএম কর্মী আমিনুর ইসলামের বাড়িতে ঢোকেন কয়েকজন। সামনেই ছিলেন আমিনুর ও তাঁর স্ত্রী রিনা বেগম। তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। আহতদের চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় তাঁদের।
রিনা বেগমের দাবি, লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়েছে। রিনা বেগম বলেন, “মিছিলটা ঘুরে আসার পথে আমাদের বাড়িতে ঢিল ছোড়ে। তারপরই আমাদের মারে। চিৎকার শুনে আমার স্বামী বাইরে আসতেই মারধর করতে থাকে।” আমিনুরের বক্তব্য, “আমি সিপিএম করি। তাই আমাদের মেরেছে। বাড়ির দরজা বন্ধ ছিল। ঠেলে ঢুকে বউকে টানাটানি করছিল। আমি বাইরে বেরোতেই আমাকে মেরে রক্ত বের করে দিল। পাড়ার লোকজন এগিয়ে না এলে বাঁচতাম না।”
তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুণ্ডা জানান, তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন। তবে এরকম কোনও ঘটনা ঘটে থাকলে তা কাম্য নয় বলেই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জানান, বিষয়টি খতিয়ে দেখে কেউ দোষী প্রমাণিত হলে দলগত ব্যবস্থা নেওয়া হবে।