জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পর্ব পর্যন্ত বরাবরই নির্দল কাঁটায় বিদ্ধ হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে ভোটে লড়েছিলেন বহু কর্মী। জিতেও গিয়েছিলেন। কিন্তু, ভোট মিটতেই শাসকদলে ভিড়তে তোড়জোড় শুরু করতে দেখা যায় তাঁদের অনেককে। কিন্তু, দলের অবাধ্য কর্মীদেরক আর দলে নেওয়া হবে না হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে উপরতলার নেতাদের। যদিও দিনের শেষে ছবিটা কী হয় তা এখনও দেখা বাকি। এরই মধ্যে এবার এক জয়ী নির্দল প্রার্থীকে দলে নিয়ে বড় চমক দিল বিজেপি। তৃণমূল থেকে টিকিট না পেয়ে, এবার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৭/২৭৮ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ান চুমকি রায়। জয়ী হন। শনিবার সেই জয়ী নির্দল প্রার্থী তাঁর অনুগামীদের নিয়ে যোগ দিলেন বিজেপিতে।
জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বুড়িরজোত এলাকায় শনিবার বিকালে বিজেপির একটি যোগদান কর্মসূচি চলে। সেখানেই বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন চুমকি দেবী।
চুমকি রায় বলেন, “আমি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে জিতেছি। এবার মানুষের জন্য কাজ করতে চাই। তাই বিজেপিতে যোগদান করলাম।” বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, “এই যোগদানে এলাকায় আমাদের শক্তি বাড়ল। এদিন শুধু চুমকিদেবী একা নন, সঙ্গে তাঁর অনুগামীরাও আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছেন।”
তবে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূলের ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে সর্বমোট ১৯ টি আসন। তারমধ্যে এবার তৃণমূল ১৫ টিতে জয়ী হয়েছে। ফরোয়ার্ড ব্লক দুটি আসনে ও একটিতে বিজেপি ও নির্দল একটিতে জয়ী হয়েছে। তার মধ্যে নির্দল যদি বিজেপিতে যায় যাক। এতে দলে কোনও প্রভাব পড়বে না। ওই পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠনেও কোনও সমস্যা হবে না। এমনিতে বিক্ষুব্ধ হিসেবেই ওই নির্দল প্রার্থী শাস্তির মুখে পড়তেন।”