ধূপগুড়ি: চোলাই মদ ও হাড়িয়ার বিরুদ্ধে পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযান ধূপগুড়িতে। উদ্ধার হয়েছে হাঁড়ি হাঁড়ি চোলাই মদ। সব মিলিয়ে প্রায় ৬০০ লিটার চোলাই মদ ও হাঁড়িয়া উদ্ধার করেছেন আবগারি দফতরের কর্মীরা। পুলিশের উপস্থিতিতে নষ্ট করা হয়েছে ওই বিপুল পরিমাণ চোলাই ও হাঁড়িয়া। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানা এলাকার সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে উত্তর ডাঙাপাড়ায় একটি বাড়িতে অতর্কিতে হানা দেন পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা। তাতেই আসে এই সাফল্য।
গোপন সূত্র মারফত পুলিশ ও আবগারি দফতরের কাছে আগে থেকেই খবর আসছিল। সেই মতো এদিন বেলা ১১টা নাগাদ ময়নাগুড়ি সার্কেলের আবগারি আধিকারিকরা ও ধূপগুড়ি থানার পুলিশের যৌথ অভিযান চালানো হয় উত্তর ডাঙাপাড়ায়। সেখানে তল্লাশি চালানোর সময়ই কার্যত চক্ষু চড়কগাছ অফিসারদের। একটি পোয়ালের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল একের পর এক হাড়ি। আর সেগুলিতে ভর্তি করে রাখা ছিল হাঁড়িয়া। এদিকে পুলিশি অভিযানের বিষয়ে টের পেয়েই আগে ভাগেই গা ঢাকা দিয়েছিল বাড়ির মালিক। এখনও পর্যন্ত ওই ঘটনায় তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে প্রচুর পরিমাণ হাঁড়িয়া ও চোলাই মদ উদ্ধার করে সেগুলি নষ্ট করা হয়েছে এদিন। বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই মদ তৈরির সামগ্রীও।
এদিনের অভিযানের বিষয়ে আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ় কালেক্টর সুমনা দে জানিয়েছেন, পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে ব্লকের বিভিন্ন প্রান্তে অবৈধ নেশার সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং আগামী দিনেও একইভাবে এই ধরনের অভিযান চলবে। পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন করা হবে বলে জানিয়েছেন তিনি।