রাজগঞ্জ: ভাড়া বাড়িতে রমরমিয়ে চলছিল অবৈধ কল সেন্টার। সেখানে যখন তখন আসছিল অপরিচিত ছেলে-মেয়েরা। যুবক যুবতীদের সন্দেহজনক আচরণ ভাল লাগেনি বাড়ির মালকিনের। তিনিই খবর দেন পুলিশকে। অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকালে, স্টেশন কলোনি এলাকায় অভিযানে নামে রাজগঞ্জ থানার পুলিশ। এরপর বেআইনি কল সেন্টার পরিচালনার অভিযোগে বাড়ির মালিক-সহ মোট আটজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে মোবাইল ফোন এবং সিম কার্ড। ধৃতদের মধ্যে রয়েছে ৫ জন মহিলা এবং ৩ জন পুরুষ। বুধবার দুপুরে ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
বাড়ির মালকিন বর্না দে বলেন, ডিজিটাল মার্কেটিং করবে বলে সপ্তাহ দুয়েক আগে আমার বাড়ি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর থেকে দেখতাম গাড়ি করে যুবক-যুবতীরা আসত। কিছুক্ষন পরে আবার চলে যেত। ঘরের দরজা জানালা সর্বদা বন্ধ রাখতো। বিষয়টি আমার সন্দেহ লাগায় আমি নিজেই থানায় গিয়ে বিষয়টি জানাই। এরপর আজ বিকেলে পুলিশ আসে। আমাদের কিছু না জানিয়ে অভিযান চালায়। পুলিশ কিন্তু আমার স্বামীকেও গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তার কী অপরাধ আমি বুঝতে পারলাম না।
পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বন্ধ করে দেওয়া হয় বেলাকোবা স্টেশন কলোনীর অবৈধ কল সেন্টারটি। অভিযানে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চার চাকা গাড়ি, বেশ কিছু মোবাইল ফোন এবং সিমকার্ড। বুধবার ওদের আদালতে তোলা হবে।