Dhupguri: মাঝ পথে যেতে যেতে হঠাৎ উল্টে গেল অটো, তারপর…

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 19, 2023 | 7:38 PM

Dhupguri: জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ ধূপগুড়ি মোরঙ্গাচৌপতি এলাকায় অটোটি উল্টে যায়। এতেই আহত হন ৬ জন। অটোটি যাত্রী নিয়ে থেকে ধূপগুড়ির দিকে ফিরছিল। ঠিক সেই সময় একটি ছোট গাড়িকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় সেটি।

Dhupguri: মাঝ পথে যেতে যেতে হঠাৎ উল্টে গেল অটো, তারপর...
উল্টে গেল অটো
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ধূপগুড়ি: অত্যন্ত মর্মান্তিক। ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো। যাত্রী বোঝাই অটো উল্টে যেতেই গুরুতর আহ ছ’জন যাত্রী। ঘটনাটি ধুপগুড়ি মোরঙ্গাচৌপতি এলাকায়। অটোটি উল্টে যেতেই ছুটে এলেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ ধূপগুড়ি মোরঙ্গাচৌপতি এলাকায় অটোটি উল্টে যায়। এতেই আহত হন ৬ জন। অটোটি যাত্রী নিয়ে থেকে ধূপগুড়ির দিকে ফিরছিল। ঠিক সেই সময় একটি ছোট গাড়িকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় সেটি। সেই অটোতে দশ জন যাত্রী ছিলেন যার মধ্যে ৬ জন আহত। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

এই বিষয়ে অটো চালক বলেছেন,আমি চালাচ্ছিলাম অটো। একটা গাড়ি চলে আসে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। ছজন যাত্রী ছিল অটোর মধ্যে। অটো উল্টে কারোর কোনও ক্ষতি হয়নি। তবে লেগেছে সবারই।

Next Article