Banarhat: ব্লেড তারের বেড়ায় বাড়ছে বন্যপ্রাণীদের বিপদ

Banarhat: এর আগে বেশ কয়েকটি বুনো হাতি এই  ধারাল ব্লেড তারের আঘাতে আহত হয়ে তাদের শরীরে সেপটিক হয়ে গিয়েছিলো। এমনকি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও বনদপ্তরের দাবি ।

Banarhat: ব্লেড তারের বেড়ায় বাড়ছে বন্যপ্রাণীদের বিপদ
চা বাগানে কাঁটা তারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 10:25 AM

বানারহাট: সীমান্তের ধারাল ব্লেড তারের বেড়া, চা বাগানে বিপদ বাড়ছে বন্যপ্রাণীদের।  শত্রুপক্ষ বা জঙ্গিদের আটকাতে সেনাবাহিনী যে  যে ধারাল ব্লেড তারের বেড়া সীমান্ত এলাকায় ব্যবহার করে থাকে, সেই ধারাল ব্লেড তার দিয়ে এখন ঘেরা হয়েছে ডুয়ার্সের চা বাগান। ধূপঝোরাতে ধারাল ব্লেড তারের বেড়ায় ঝুলছিল চিতাবাঘ, সেই দৃশ্য এখনও চোখে ভাসে সকলের। বেশিদিন আগের ঘটনা নয়, পহেলা নভেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে এমনই ঘটনার  সাক্ষী হন এলাকাবাসী। সেই  ঘটনা থেকেও যেন শিক্ষা নেয়নি বন দফতর। সতর্ক হয়নি চা – বাগান কর্তৃপক্ষ। এখনও ডুয়ার্সের বিভিন্ন চা – বাগানে অবাধে ধারাল ব্লেড তারের বেড়ার ব্যাবহার চলছে। যার কারণে বিপদ বাড়ছে বন্যপ্রাণীদের। বিপন্ন হতে পারে বন্যপ্রাণ। আশঙ্কা পরিবেশ প্রেমীদের।

ইতিমধ্যেই ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন দক্ষিণ – ধূপঝোরা এলাকায় চা – বাগানে লাগানো  ধারাল ব্লেড তারের বেড়াতেই আটকে পড়ে ক্ষতবিক্ষত হয়  একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। সকালে বাগনে কাজে যোগ দিতে যাওয়ার শ্রমিকরা সেই দৃশ্য দেখে বনদফতরে খবর দেন বাসিন্দারা। ঘুম পাড়ানিগুলি করে চিতাবাঘটিকে উদ্ধার করে । শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছিল। এ ধরনের ঘটনা এর আগেও ডুয়ার্স একাধিকবার ঘটেছে।

এর আগে বেশ কয়েকটি বুনো হাতি এই  ধারাল ব্লেড তারের আঘাতে আহত হয়ে তাদের শরীরে সেপটিক হয়ে গিয়েছিলো। এমনকি হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও বনদপ্তরের দাবি । শুধু হাতির মৃত্যু নয়, এর আগে বানারহাটে চা বাগানে ধারাল ব্লেড তারের আহত হয়ে মৃত্যু হয়েছিল বাইসনের। এমনকি এক যুবক ও সাইকেল নিয়ে এই চা বাগানে লাগানো ধারালো ব্লেড তারে পড়ে মৃত্যু হয়েছিল।

তারপরেও সতর্ক হয়নি বাগান কর্তৃপক্ষ। এইসব ঘটনার পর জেলা বন দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়। ২০২০ সালে জানুয়ারি মাসে রাজ্যের তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছিলেন। বনদফতরে আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন লাইন চা বাগানের সমস্ত ধারাল ব্লেড কাঁটাতারের বেড়া সার্ভে করে তা খুলে ফেলার ব্যাপারে পদক্ষেপ করার।

১ লা নভেম্বরের ঘটনার পর আবারও সমস্ত চা বাগান কর্তৃপক্ষের কাছে বনদফতরের তরফে জানানো হয় । হাতিদের করিডর সহ অন্যান্য বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তায় লাগানো থাকা রেড তার গুলি খুলে ফেলা হয়।