BJP: মেয়ের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন, খোঁজ নেই বিজেপির বুথ সভাপতির

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 29, 2022 | 5:16 PM

BJP: লাটাগুড়িতে থাকেন জগদীশ রায়ের মেয়ে। লাটাগুড়িতেই তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে সাইকেলে চেপে বেরিয়ে যান। তারপর থেকে আর বাড়ি ফেরেননি।

BJP: মেয়ের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন, খোঁজ নেই বিজেপির বুথ সভাপতির

Follow Us

জলপাইগুড়ি: মেয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন ময়নাগুড়ির (Maynaguri) কুমার পাড়া এলাকার বাসিন্দা জগদীশ রায়। তিনি ময়নাগুড়ি ব্লকের কুমোরপাড়া বুথের বিজেপির (BJP) বুথ সভাপতি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় জগদীশ রায়ের নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন তাঁর ভাই মঙ্গলু রায়। 

জানা গিয়েছে লাটাগুড়িতে থাকেন জগদীশ রায়ের মেয়ে। লাটাগুড়িতেই তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে সাইকেলে চেপে বেরিয়ে যান। এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি লাটাগুড়ি না পৌঁছালে বাড়ির সদস্যদের দুশ্চিন্তা বাড়তে থাকে। তারপর থেকে টানা দুদিন নানা জায়গায় জগদীশবাবুর খোঁজ করেন তাঁরা। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত খোঁজ না পেয়ে শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়রি দায়ের করেন তাঁর ভাই মঙ্গলু রায়। ঘটনার পিছনে তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃনমূল। 

ভাই মঙ্গলু রায় জানান, “দাদা মেয়ের বাড়ি যাচ্ছে বলে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু সেখানে না গেলে আমরা চিন্তিত হয়ে পড়ি। সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করা হয়েছে। কিন্তু পাওয়া যায়নি। আমার দাদা বিজেপির বুথ সভাপতি। দিনকাল খুব খারাপ। তাই পুলিশের দারস্থ হলাম। আমরা চাই দাদা সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক।”

বিজেপি নেতা নিতাই রায় বলেন, “জগদীশ রায় যেহেতু আমাদের বুথ সভাপতি। সে কারণে তাঁর রাজনৈতিক শত্রু থাকতেই পারে। তাঁর নিখোঁজ সংক্রান্ত ব্যাপারে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। তাঁকে অপহরন করা হতে পারে। আমরা চাই প্রশাসন এই বিষয়ে সঠিক তদন্ত করুক।” অপরদিকে তৃণমূলের ময়নাগুড়ির ব্লক সভাপতি মনোজ রায় বলেন, “কোনও কিছু হলেই তৃণমূলের দোষ খুঁজে পায় বিজেপি। তৃণমূলের অপপ্রচার করতেই ব্যস্ত বিজেপি নেতারা।” অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। 

Next Article