Jalpaiguri: স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা তৈরি করল বিজেপি, তৃণমূল বলল ‘নাটক’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 19, 2022 | 6:32 PM

Jalpaiguri: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টি বাড়ি ১ নং গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সোনাচাঁদী মোড় থেকে জটিলেশ্বর মন্দির পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা গত ১১ বছর ধরে বেহাল।

Jalpaiguri: স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা তৈরি করল বিজেপি, তৃণমূল বলল নাটক
পথে নামলেন বিজেপি নেতা-কর্মীরা (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা তৈরি করল বিজেপি কর্মীরা। তবে তৃণমূল জানাল সবটাই নাটক।জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টি বাড়ি ১ নং গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সোনাচাঁদী মোড় থেকে জটিলেশ্বর মন্দির পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা গত ১১ বছর ধরে বেহাল। স্থানীয় বাসিন্দারা বারংবার এলাকার পঞ্চায়েত প্রধানকে বলেও রাস্তা নির্মাণ হয়নি। ফলে সমস্যায় গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। মানুষের সমস্যার কথা ভেবে অবশেষে স্থানীয় বিজেপি কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা মেরামতে কাজে হাত লাগালেন৷

শনিবার এলাকায় গেরুয়া পতাকা লাগিয়ে জনা পঞ্চাশেক বিজেপি নেতা কর্মীরা মিলে দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার রাস্তা তারা মেরামত করেন। আর এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে এলাকায়।

স্থানীয় বিজেপি নেতা কৈলাশ সেন, আলতাফ হোসেনদের অভিযোগ, তাঁরা পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিষয়টি বারংবার জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে এই বেহাল রাস্তা মেরামতের কাজে হাত লাগান। ৫০ জন নেতা কর্মী মিলে শনিবার গোটা রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন৷ একদিনে যদি মেরামত না হয় তবে ধাপে ধাপে আরও কিছুদিন কাজ করবেন বলে জানান তারা।

ঘটনায় তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত বলেন, ‘বাম আমলে ওই রাস্তা ছিল না। গত ১১ বছর ধরে আমরা NREGS প্রকল্পের মাধ্যমে দফায় দফায় ওই রাস্তা নির্মান করা হয়েছিল। চলতি বছর বর্ষার সময় রাস্তা খারাপ হয়ে যায়। এরপর ফের NREGS প্রকল্পের মাধ্যমে ওই রাস্তাটি কংক্রিটের রাস্তা তৈরি করার জন্য টেন্ডার করা হয়। টেন্ডার পাশ হয়ে যায়। কিন্তু বর্তমানে যেহেতু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা দিচ্ছে না তাই রাস্তার মেরামত করা যায়নি। আর বিজেপি এখন ভোটের আগে লোক দেখাতে এই নাটক করছে৷ বর্ষার সময় যখন মানুষেরা সমস্যায় ছিল তখন বিজেপি কোথায় ছিল? এখন ভোট আসছে তাই নাটক বলে কটাক্ষ করেন তিনি।’

Next Article