ধূপগুড়ি: কাটমানির দাবিতে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিচ্ছে বিজেপি (BJP)! অভিযোগ তৃণমূলের (Trinamool Congress)। জোর শোরগোল ধূপগুড়ি (Dhupguri) ব্লকের সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিপতারি গ্রামে। জানা গিয়েছে, কপিলের মোড় থেকে সুকচাঁনের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা তৈরির হওয়ার কথা ছিল প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে। কিন্তু অভিযোগ, মাঝপথেই কাজ আটকে দেয় কিছু লোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিজেপির লোকেরাই সেই রাস্তার কাজ আটকে দিয়েছে। যার কারণে সমস্যা বেড়েছে। এদিকে বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। তাই দুটো গতিতে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাটি। বারবার প্রশাসনের কাছে দরবারে করেও কোনও লাভ হয়নি। বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয় তাঁদের। অবশেষে জেলা পরিষদের উদ্যোগে সেই রাস্তা তৈরির কাজ শুরু হয়। কিন্তু, এরইমধ্যে রাস্তা তৈরির কাজ আটকে যাওয়ায় ক্ষোভের বাতাবরণ গোটা এলাকায়। ইতিমধ্যেই ক্ষুদ্ধ গ্রামের বাসিন্দারা জেলা পরিষদের সভাধিপতি, জেলার ইঞ্জিনিয়ার, সহ ব্লক প্রশাসনের কর্তাদের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূলের লোকেরাই এই রাস্তার কাজ আটকে দিয়েছে। এরমধ্যে বিজেপির কোনও যোগ নেই। কাটমানি নেওয়া তৃণমূলের অভ্যাস। বিজেপির কেউ এর সঙ্গে জড়িত নয় বলেই দাবি বিজেপির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের কনভেনর চন্দন দত্তের।
এদিকে সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকচাঁদ সরকারের দাবি, “দীর্ঘদিন থেকেই রাস্তাটি খারাপ ছিল। জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্যকর উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়। খরচ হচ্ছিল প্রায় ২৯ লক্ষ টাকা। কিন্তু, মাঝপথেই বিজেপির কর্মীরা কাটমানির দাবিতে কাজটি বন্ধ করে দেয়। আমরা চাই কাজটি দ্রুত শুরু হোক। গ্রাম বাসীর তরফে আমাদের গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হয়েছে। জেলা প্রশাসনের কর্তাদের কাছেও অভিযোগ গিয়েছে।”