ধূপগুড়ি: ফের চা বলয়ে তৃণমূলে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, কার্যকরী সভাপতি-সহ ৫০ পরিবার। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিন্নাগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ও বানারহাট ব্লক জেনারেল সেক্রেটারি স্বপন রায়, বিন্নাগুড়ি অঞ্চল প্রাক্তন কার্যকরী সভাপতি গৌতম রাউত। সঙ্গে প্রায় ৫০টি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চৌপথিতে এক সভা করে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এদিন মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিজ্ঞা দলের নতুন সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, মাদারিহাটের বিজেপি বিধায়ক বিধানসভার চিপ হুইপ মনোজ টিগ্গা।
বিজেপিতে যোগদানকারী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি স্বপন রায় বলেন, “তৃণমূলে সবাই পদ নিয়ে ব্যস্ত। ওখানে থেকে মানুষের কাজ করা যায় না। তাছাড়া আমাকে নানাভাবে অপমান করা হয়েছে। তাই আগেই আমি তৃণমূল ছেড়েছিলাম। আজকে বিজেপিতে যোগদান করলাম। বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ছাড়লাম।”
অন্যদিকে বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, শুধুমাত্র দু’জন বিজেপিতে যোগদান করেছেন। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। একইসঙ্গে তিনি বলেন, এই দু’জন বিজেপিতে যোগদানের ফলে তৃণমূলের কোনও ক্ষতিই হবে না।
উল্লেখ্য, কিছুদিন আগেই বানারহাট ব্লকের চার তৃণমূল কংগ্রেস নেতা দলের বিরুদ্ধে সরব হন এবং পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন এদিন বিজেপিতে যোগ দিলেন। এই যোগদান নিয়ে বিন্নাগুড়ি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিজয় প্রসাদের যুক্তি, দু’জন পদের লোভে দলত্যাগ করেছেন।