Rajgunj: পরপর তিনদিন অভিযান, জরিমানাতেই ৩ লক্ষ টাকা কোষাগারে

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Jan 13, 2024 | 9:17 PM

Rajgunj: শুক্রবার রাজগঞ্জে এরকমই অভিযানে গিয়েছিলেন রেভিনিউ অফিসার সোনম রম্বা। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। ডাম্পার মালিকদের বক্তব্য, তাঁরা নিয়ম মেনেই টাকা দেন। কিন্তু কাগজপত্র সংক্রান্ত বিষয়ে অনলাইনে কাজ হয়। তার জেরে বেশ কিছু জটিলতায় পড়তে হয়।

Rajgunj: পরপর তিনদিন অভিযান, জরিমানাতেই ৩ লক্ষ টাকা কোষাগারে
অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: বালি পাচারের অভিযোগ আসছিল বারবার। এবার কোমর কষে নেমেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। শনিবারও ময়দানে নামেন রাজগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে একটি ডাম্পার আটকও করেন তাঁরা। এই নিয়ে পরপর ৩ দিন অভিযান চলল। তাতে মোট ৮টি বেআইনি বালি বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে। তা থেকে ৩ লক্ষ টাকার বেশি রাজস্ব উঠে এসেছে।

শনিবার দুপুরে অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার সময় একটি ডাম্পারকে ধাওয়া করেন ভূমি দফতরের আধিকারিকরা। এরপর রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা এলাকায় ডাম্পারটিকে আটক করা হয়। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক এলতাজ ইসলাম জানান, গত কয়েকদিন ধরে এই অভিযান চলছে। শনিবার একটি ডাম্পার আটক করা হয়েছে। বালিবোঝাই ডাম্পারটির কোনও বৈধ কাগজপত্র নেই। ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ডাম্পারটিকে। তাঁদের বক্তব্য, কোনওভাবেই সরকারি কর ফাঁকি দিয়ে বালি নিয়ে যাওয়া যাবে না।

শুক্রবার রাজগঞ্জে এরকমই অভিযানে গিয়েছিলেন রেভিনিউ অফিসার সোনম রম্বা। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। ডাম্পার মালিকদের বক্তব্য, তাঁরা নিয়ম মেনেই টাকা দেন। কিন্তু কাগজপত্র সংক্রান্ত বিষয়ে অনলাইনে কাজ হয়। তার জেরে বেশ কিছু জটিলতায় পড়তে হয়। তবে বিডিও এই যুক্তি মানতে চাননি শুক্রবার। পাল্টা বলেন, কর ফাঁকিকতে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযানও চলবে।

Next Article