Body Recovered: তোর্সা থেকে উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ বি.টেক ছাত্রের দেহ

Suman Kalyan Bhadra | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 16, 2023 | 1:48 PM

Body Recovered: শনিবার ৩ ছাত্রকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না সম্রাটের।

Body Recovered: তোর্সা থেকে উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ বি.টেক ছাত্রের দেহ
জলপাইগুড়িতে দেহ উদ্ধার

Follow Us

ডুয়ার্স: ২৪ ঘণ্টা পার। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তোর্সা নদী থেকে উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিটেক প্রথম বর্ষের ছাত্রের দেহ। শনিবার থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্র। রবিবার সকাল থেকে দীর্ঘ তল্লাশির পর তোর্সা নদী থেকে উদ্ধার হয় সম্রাট ঘোষের দেহ । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার তোর্সা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন সম্রাট। কিছুক্ষণ পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুদের দাবি, স্নান করতে নেমেই তলিয়ে যায় সম্রাট। তাঁর সঙ্গে আরও তিন জনও তলিয়ে গিয়েছিলেন বলে খবর। শনিবার ৩ ছাত্রকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।
কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না সম্রাটের। শনিবার স্থানীয় বাসিন্দারা খোঁজ করেন, ডুবুরি নামিয়েও চলে তল্লাশি। দীর্ঘক্ষণ খোঁজার পরও ব্যর্থ হন উদ্ধারকারীরা। সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধারকার্য বন্ধ করে দেন তাঁরা।

রবিবার সকাল থেকেই ফের শুরু হয় তোর্সা নদীতে তল্লাশি । স্পিড বোর্ড নামিয়ে শেষে উদ্ধার হয় সম্রাটের দেহ। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন সম্রাটের মামা সঞ্জিত গোঁপ। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বললে, তাঁরা কিছু বলতে চাননি।” তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মীরা বললেন, পায়ে কি শিকল বেঁধে রাখব ওদের? এই কথাটা অত্যন্ত আপত্তিকর। তবে ডিন তাঁর অধঃস্তন কর্মীদের বলেছেন পরিকাঠামো ঠিকঠাক দেখার জন্য।” বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে যদিও কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Next Article