জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের বড় ছক বানচাল করল বিএসএফ। চলতি বছরেই সীমান্ত রক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালানোর জন্য অতি শক্তিশালী ড্রোন ক্যামেরা ব্যবহার করা শুরু হয়েছে। গোপন সূত্র মারফত খবর পেয়ে, সেই ড্রোন ক্যামেরার সাহায্যে সীমান্তে গরু পাচার রুখল বিএসএফ। বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের ৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা উদ্ধার করেন সাতটি গরু।
শীতের মরশুম এগিয়ে আসতেই দিন ছোট হতে শুরু করেছে। তাড়াতাড়ি সন্ধে নামছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই গতকাল বিকেল পাঁচটা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল পাচারকারীদের দল। বিএসএফ-এর শক্তিশালী ড্রোন ক্যামেরায় ধরা পড়ে যায় পাচারকারীদের গতিবিধি। সাতটি গরু নিয়ে প্রায় ৬-৭ জন পাচারকারীর একটি দল আন্তর্জাতিক সীমান্তর দিকে এগচ্ছিল। ক্যামেরার সেই ছবি ধরা পড়তেই সঙ্গে সঙ্গে ধাওয়া করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফ-এর কড়া নজরদারির ফলে সাতটি গরুকে উদ্ধার করা সম্ভব হয়। তবে অন্ধকার ও কুয়াশা থাকার ফলে গা ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছে পাচারকারীরা।
Seizure using the night vision drone camera!!
Vigilant troops of 6 Bn @BSFNBFTR demonstrated the effective use of technology to foil the malicious intentions of trans-border traffickers and managed to rescue 07 cattle from the clutches of smugglers. #JaiHind #FirstLineOfDefence pic.twitter.com/mqF38Rlycu— NORTH BENGAL FRONTIER BSF (@BSFNBFTR) November 16, 2023
এই অতি শক্তিশালী ড্রোন ক্যামেরার অন্যতম বিশেষ একটি সুবিধা হল নাইট ভিশন। রাতের অন্ধকার ভেদ করে দূর দূরান্তে কোথায় কী হচ্ছে, সব ধরা পড়ে যায় বিএসএফ-এর এই ক্যামেরায়। সম্প্রতি এই ড্রোন ক্যামেরার সাহায্যে সীমান্তবর্তী এলাকায় একাধিক বেআইনি কাজকর্মের ছক বানচাল করেছে বিএসএফ। গত সেপ্টেম্বর মাসেও সীমান্তরক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এই ড্রোন ক্যামেরার সাহায্যে চারটি গরুকে উদ্ধার করেছিল। ওই গরুগুলিও ভারত থেকে বাংলাদেশের পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।