Jalpaiguri : কয়লা বোঝাই লরি আটকাতেই পালাল চালক, উঁকি মেরে চমকে উঠলেন বনবিভাগের কর্মীরা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 10, 2022 | 11:58 PM

Jalpaiguri : গত ছয় মাসে ২১ কোটি টাকার বার্মা টিক উদ্ধার হয়েছে। সঙ্গে ৫০টি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন ১০০ জন।

Jalpaiguri : কয়লা বোঝাই লরি আটকাতেই পালাল চালক, উঁকি মেরে চমকে উঠলেন বনবিভাগের কর্মীরা

Follow Us

জলপাইগুড়ি: কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেলো বৈকণ্ঠপুর বনবিভাগের বেলাকবা রেঞ্জ। ফের এক কোটি টাকার বার্মা টিক উদ্ধার। এই নিয়ে গত ৬ মাসে প্রায় ২১ কোটি টাকার বার্মা টিক (Burma Teak) উদ্ধার করল জলপাইগুড়ি (Jalpaiguri) বৈকন্ঠপুর বনবিভাগের কর্মীরা। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে জেলার নাগরিক মহলে। তবে লাগাতার পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া বার্মা টিক উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। সূত্রের খবর, এদিন কয়লার আড়ালে পাচার করা হচ্ছিল বার্মা টিক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার বার্মা টিক উদ্ধার করে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের টিম। ঘটনায় দুটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেফতার এক। 

বন দফতর সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বেলাকবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত তাঁর টিম নিয়ে জলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কের দশ দরগা এলাকায় অভিযান চালান। এখানে কয়লা বোঝাই দুটি লরি দাঁড় করাতেই এক লরির চালক পালিয়ে যান। তাতেই আরও বাড়ে সন্দেহ। এরপর লরিগুলি তল্লাশি করতেই বেরিয়ে আসে বহুমূল্যের বার্মা টিক। ঘটনায় এক লরি চালককে গ্রেফতার করা হয়। ওই চালককে জেরা করে আধিকারিকেরা জানতে পেরেছেন অসম থেকে গুরুগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল এই বহুমূল্য কাঠ। ধৃত ব্যক্তির নাম রসিদ খান। তাঁর বাড়ি দিল্লিতে। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। 

বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, গত ছয় মাসে ২১ কোটি টাকার বার্মা টিক উদ্ধার হয়েছে। সঙ্গে ৫০টি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রায় ১০০ জন। এই বিপুল পরিমান কাঠ কিভাবে আসাম সহ উত্তর-পূর্ব ভারত থেকে জলপাইগুড়ি জেলা অবধি এসে পৌছাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। 

Next Article