জলপাইগুড়ি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) যোগ্য পরিবারকে ঘর দিতে বদ্ধপরিকর কেন্দ্র। যোগ্য প্রাপকদের তালিকা তৈরি করতে বেধে দিয়েছে সময়সীমা। গোটা রাজ্যব্যাপী শুরু হয়েছে ‘যাচাই’ অভিযান। গ্রামে গ্রামে গিয়ে যোগ্য প্রার্থীদের খোঁজে চলছে সরকারি অভিযান। মাঠে নেমেছেন সরকারি কর্মীরা। আর তাতেই যেন শাঁকের করাতের ঘা পড়েছে রাজ্যের শাসকদলের (Trinamool Congress) কাঁধে, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। হুমকির মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের, সার্ভের কাজে গেলে সরকারি কর্মীদের মারধরেরও অভিযোগ সামনে এসেছে। এমতাবস্থায় এবার সার্ভে করতে আসা সরকারি কর্মীদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। অভিযোগ, তৃণমূলের বিত্তশালী নেতারা যাতে ঘর পান সে জন্যই মূলত দেওয়া হচ্ছে চাপ। এই অভিযোগ তুলে টেলি ব্লকের মাটিয়ালি গ্রাম পঞ্চয়েত কার্যালয়ে বিক্ষোভ দেখাল পদ্ম শিবির।
একইসঙ্গে বিজেপির দাবি, যে সমস্ত গরিব লোকেদের নাম ঘরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই ১১৫ জনকে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে এদিন স্মারকলিপিও প্রদান করা হয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। বিজেপির মেটেলি আপার মন্ডল কমিটির সভাপতি অমিত ছেত্রী বলেন, “গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূল রাজনীতি করছে। সার্ভে দলকে তৃণমূলের নেতারা জোর করে তাঁদের লোকেদের পক্ষে সার্ভে করার জন্য চাপ দিচ্ছে। গ্রাম পঞ্চায়েতের ১১৫ জন যোগ্য ঘর প্রাপকের নাম সার্ভে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা প্রধানের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। দ্রুত বাবস্থা না নেওয়া হলে আমরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা মেরে বড় আন্দোলনে সামিল হব। এ বিষয়ে ইনডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাধিকা ওঁরাও বলেন, অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
প্রসঙ্গত, একদিন আগেই আশা কর্মীদের আন্দোলন দেখেছিল জলপাইগুড়ি। তাঁদের অভিযোগ, আবাস যোজনার ঘরের সার্ভের কাজে গেলে তাঁদের হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা। মেরে পিঠের চামরা তুলে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপিও জমা দেন তাঁরা। কাজ থেকে অব্য়াহতিও চান। এরইমধ্যে এবার বিজেপি পথে নামায় এই ইস্যুতে চাপানউতর বাড়ছে জেলার রাজনৈতিক মহলে।