Cow trafficking: AC-তে গাড়িতে করে মোষ পাচারের চেষ্টা বাংলায়!

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2025 | 8:42 PM

Jalpaiguri: জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রাজগঞ্জ থানার পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসে। তাঁরা জানতে পারেন, ৩১ নং জাতীয় সড়ক ধরে বিহার থেকে অসমে মোষ পাচার করা হবে।

Cow trafficking: AC-তে গাড়িতে করে মোষ পাচারের চেষ্টা বাংলায়!
গরু পাচার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: সুযোগ পেলেই চলছে গরু পাচার। নতুন-নতুন উপায়ে এই পাচার হয়েই চলেছে। আর এবার বাতানুকূল শিপিং কন্টেইনার করে পাচার হচ্ছিলো মোষ।পাচারের নয়া কৌশল দেখে চোখ কপালে উঠলো পুলিশের।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রাজগঞ্জ থানার পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসে। তাঁরা জানতে পারেন, ৩১ নং জাতীয় সড়ক ধরে বিহার থেকে অসমে মোষ পাচার করা হবে। খবর পেয়ে টোল প্লাজায় ঘাঁটি গাড়ে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের গাড়ি আসতেই তাকে দাঁড় করাতে যায়। অভিযোগ, তখনই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গাড়িটি।

এরপর পিছু ধাওয়া করে গাড়ি আটক করে। ভিতরে গিয়ে তল্লাশি করতেই চোখ কপালে ওঠার জোগাড় হয়। পুলিশ দেখতে পায়, বাতানুকূল কন্টেইনারের ভিতরে রয়েছে প্রায় পঁচিশটি মোষ। সেই মোষগুলিকে একে একে বের করা হয়। উপযুক্ত কাগজপত্র না দেখাতে পারায় গাড়ি ও মোষগুলিকে বাজেয়াপ্ত করা হয়। পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ড্রাইভারকে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।