Dhupguri: ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনির অভিযোগ, উদ্ধার করল পুলিশ

Rony Chowdhury | Edited By: সঞ্জয় পাইকার

Aug 26, 2023 | 9:53 PM

Dhupguri: দীর্ঘক্ষণ ধরে ওই ভাবে ঘোরাফেরা করতে দেখে সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই মহিলা সঠিকভাবে কোনও উত্তর দিতে না পারায়, সন্দেহ আরও গাঢ় হয়।

Dhupguri: ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
মহিলাকে গণপিটুনির অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে গণপিটুনির অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল ধূপগুড়ির ফুলবাড়ি মোড় এলাকায়। ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের স্টেশন শালবাড়ির ফুলবাড়ি মোড় এলাকায়। এলাকার বাসিন্দারা অজ্ঞাত পরিচিত এক মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন। দীর্ঘক্ষণ ধরে ওই ভাবে ঘোরাফেরা করতে দেখে সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই মহিলা সঠিকভাবে কোনও উত্তর দিতে না পারায়, সন্দেহ আরও গাঢ় হয়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁকে ঘিরে রাখেন। এরপর শুরু হয় মারধর । অভিযোগ, এই ধরনের মহিলারাই এলাকা থেকে বাচ্চা ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। গণপিটুনির ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। ওই মহিলাকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আটটা নাগাদ তারা খবর পায় যে এক মহিলাকে স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছে। খবর পেয়েই ঘটনাস্থানে যায় ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়েছিল, ওই মহিলা কোনও শিশুকে চুরি করেছেন। স্থানীয় বাসিন্দাদের হাত থেকে মহিলাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে থানায় আনা হয়। পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলার বাবা খবর পেয়ে থানায় আসেন। তিনি জানান, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। কাউকে না জানিয়ে এর আগেও একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে যান। ওই মহিলার বাবা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি। তাঁর হাতে মহিলাকে তুলে দেওয়া হয়।

Next Article