Dhupguri: ‘আজ থেকে ধূপগুড়ি মহকুমা’; মমতার ঘোষণা, আবিরে মাতলেন এলাকার মানুষ

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jan 19, 2024 | 3:09 PM

Dhupguri: মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, 'আনন্দের সঙ্গে ঘোষণা করছি ধূপগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরেছে মা-মাটি-মানুষের সরকার। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই ধূপগুড়িকে একটি মহকুমায় উন্নীত করার উদ্যোগ শুরু হয়েছিল। ১২ অক্টোবর আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলাম যে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে।'

Dhupguri: আজ থেকে ধূপগুড়ি মহকুমা; মমতার ঘোষণা, আবিরে মাতলেন এলাকার মানুষ
আবিরে মাতলেন ধূপগুড়ির মানুষ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: মহকুমা হল ধূপগুড়ি। নবান্ন থেকে আজ ১৯ জানুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এ নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই আবির খেলায় মাতলেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। খুশির মেজাজে ধূপগুড়ি শহর।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি ধূপগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরেছে মা-মাটি-মানুষের সরকার। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই ধূপগুড়িকে একটি মহকুমায় উন্নীত করার উদ্যোগ শুরু হয়েছিল। ১২ অক্টোবর আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলাম যে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে।’

মমতার সংযোজন, ‘আজ ধূপগুড়ি আনুষ্ঠানিকভাবে মহকুমার মর্যাদা পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে আরও সুবিধা হবে। এবার আরও নতুন সুযোগ তৈরি হবে। বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবাতেও সুবিধা বাড়বে।’

Next Article