জলপাইগুড়ি: মহালয়া উপলক্ষ্যে অকাল দীপাবলিতে মাতল জলপাইগুড়ি। রাতভর বাজি ফাটাল আট থেকে আশি সকলে।যুগ-যুগ ধরে চলে আসা এই রেওয়াজ আজও অক্ষুন্ন রয়েছে এই শহরে।
ইতিহাস বলছে
কথিত আছে বন জঙ্গল আর চা বাগানে ঘেরা এই জেলার তদানিন্তন কালের বাসিন্দারা ভোর রাত থাকতেই নদী পারে যেতেন তর্পণ করতে। বাড়ি থেকে নদীতে যাওয়ার পথে পদে-পদে ছিল বুনো জন্তুর ভয়। আর তখন তারা পটকা ফাটিয়ে রাস্তা পার হতেন। সেই রেওয়াজ আজও অক্ষুন্ন রয়েছে।
সেই সময়ের মতো এখন আর সেইভাবে বন জঙ্গল নেই। তাই নেই বুনো জন্তুর ভয়। কিন্তু রয়ে গিয়েছে পরম্পরা। আর তার জেরেই এখন মহালয়ার রাতে কয়েক কোটি টাকার বাজি পোড়ায় জলপাইগুড়ি শহরের বাসিন্দারা।
মহালয়া আসতেই পাড়ার-পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে বাজির দোকান। মহালয়া মিটতেই সেই দোকানগুলিকে আর দেখা যায় না। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। গজিয়ে উঠেছে অসংখ্য বাজিয়ে দোকান। আর সেই দোকান গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গিয়েছে। একইসঙ্গে বৃষ্টি মাথায় নিয়ে সন্ধ্যা থেকে বাজি ফাটাতে দেখা গেছে শহরের হুজুগে বাসিন্দাদের ।
স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার জানালেন, ‘রাত পোহালেই মহালয়া। মায়ের আগমন। তাই মাকে বরণ করে নিতে এই আয়োজন। গত দু বছর করোনার কারনে তেমন আনন্দ করতে পারিনি। কিন্তু এবার আমরা বাড়ির সকলে মিলে খুব করব। তাই বাড়ির সকলে মিলে বাজি পোড়ানো শুরু করেছি।’